বিহারে বড় ফ্যাক্টর ছোট দলগুলি! যদিও লোকসভা ভোটে অ্যাডভান্টেজ এনডিএ-র, দেখুন কী বলছে সমীক্ষা
বিহারে সরকারে রয়েছে জেডিইউ ও বিজেপি জোট। দুটি দলই এনডিএ জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিরোধী আরজেডি অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। সঙ্গে রয়েছে কংগ্রেসও। তবে আরজেডি ও কংগ্রেসের জোট বনাম এনডিএ জোটের মধ্যে অবশ্যই নরেন্দ্র মোদী ও নীতীশ কুমারের জোট এগিয়ে রয়েছে।

বিহারে মোট ৪০টি লোকসভার আসন রয়েছে। তার মধ্যে বড় দল অবশ্যই জেডিইউ, আরজেডি, বিজেপি ও কংগ্রেস। তবে রামবিলাস পাসোয়ানের এলজেপি ও কুশওয়াহার দল আরএলজেপিও বড় ফ্যাক্টর হতে পারে। তাঁরা কোন জোটে ঢুকবে না হিসাব বদলে দিতে পারে।
[আরও পডুন: উত্তরপ্রদেশে মহাজোট হলে কেন্দ্রে গদি হারাবেন মোদী, বলছে এবিপির সমীক্ষা ]
বর্তমান হিসাব অনুযায়ী এনডিএ-র সঙ্গী হলে মোদীর জোট ফের একবার ইউপিএ-কে ধরাশায়ী করবে। ৩১টি আসন পাবে এনডিএ। ইউপিএ পাবে ৯টি আসন।
অন্যদিকে যদি বিহারে যদি পাসোয়ানের এলজেপি ও কুশওয়াহার দল আরএলজেপি ইউপিএ-তে যায় তাহলে এনডিএ-র আসন কমে যাবে। নেমে আসবে ২২টিতে। অন্যদিকে ইউপিএ পেতে পারে ১৮টি আসন।
এখন ঘটনা হল, বিহারের ছোট দলগুলিকে সামান্য হলেও অস্তিত্ব সঙ্কটের বিষয়টি ভাবিয়ে তুলেছে। এনডিএ-তে যাওয়া মানে নিজস্ব দাবিদাওয়া বিসর্জন দিয়ে যাওয়ার ব্যাপার তৈরি হবে। আর যদি ইউপিএ-তে যায় তাহলে কতটা ভালো ফল হবে তা নিয়ে পাসোয়ান বা কুশওয়াহা নিশ্চিত নন। আর যদি একা লড়তে হয় তাহলে অস্তিত্ব সঙ্কট হতে পারে। ফলে সবমিলিয়ে ছোট দলগুলির উপরে গোটা পরিস্থিতি নির্ভর করবে।