For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে মহাজোট হলে কেন্দ্রে গদি হারাবেন মোদী, বলছে এবিপির সমীক্ষা

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজপার্টি জোট বাঁধলে কেন্দ্রে ক্ষমতা হারাতে পারে নরেন্দ্র মোদীর এনডিএ সরকার। এই মুহূর্তে রাজ্যে বিজেপি সরকার রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজপার্টি জোট বাঁধলে কেন্দ্রে ক্ষমতা হারাতে পারে নরেন্দ্র মোদীর এনডিএ সরকার। এই মুহূর্তে রাজ্যে বিজেপি সরকার রয়েছে। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার বিজেপি সরকার গড়েছেন। তবে উত্তরপ্রদেশে এই মুহূর্তে যা অবস্থা তাতে যে কোনও সমীকরণ হতে পারে।

 সপা-বসপার মহাজোট

সপা-বসপার মহাজোট

উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি আগামী লোকসভায় জোট বাঁধবেন কিনা তা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে। তার পাশাপাশি মহাজোটে কংগ্রেস থাকবে কিনা সেটাও বড় প্রশ্ন।

 ২০১৪ সালের ফল

২০১৪ সালের ফল

২০১৪ সালে উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে এনডিএ ৭৩টি আসন পায়। কংগ্রেস পেয়েছিল ২টি আসন। সপা পায় ৫টি আসন।

মহাজোটে এনডিএ-র ক্ষতি

মহাজোটে এনডিএ-র ক্ষতি

তবে আগামী ভোটে মহাজোট হলে এনডিএ ৭১ থেকে ৩৬টি আসনে নেমে আসবে। সপা-বসপার মহাজোট ৪২টি আসন পাবে। আর কংগ্রেস ২টি আসন পাবে।

সমীক্ষায় চমক

সমীক্ষায় চমক

মহাজোটে কংগ্রেস চলে এলে এনডিএ-র আসন কমে ২৪টিতে নেমে আসবে। এদিকে মহাজোট পেতে পারে ৫৬টি আসন। এদিকে মহাজোট না হলে বিজেপি আগের বারের মতোই ৭০টি আসন পেতে পারে। ইউপিএ ২টি আসন ও অন্যান্যরা ৮টি আসন পেতে পারে বলে এবিপির সমীক্ষা বলছে।

[আরও পড়ুন: বিহারে বড় ফ্যাক্টর ছোট দলগুলি! যদিও লোকসভা ভোটে অ্যাডভান্টেজ এনডিএ-র, দেখুন কী বলছে সমীক্ষা ][আরও পড়ুন: বিহারে বড় ফ্যাক্টর ছোট দলগুলি! যদিও লোকসভা ভোটে অ্যাডভান্টেজ এনডিএ-র, দেখুন কী বলছে সমীক্ষা ]

English summary
Desh Ka Mood : ABP and C voter survey predicts BJP will suffer if SP-BSP fight as ally in 2019 Lok Sabha Elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X