For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাকে দেশপ্রেম শেখাবেন না, নাগরিকত্ব বিল নিয়ে ডেরেক ও'ব্রায়েনের কথায় স্বাধীনতার ইতিহাস

বাংলাকে দেশপ্রেম শেখাবেন না, দেশপ্রেম শেখাবেন না তৃণমূল কংগ্রেসকে। রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল বিতর্কে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে এই ভাষাতেই গর্জে উঠলেন সাসংদ ডেরেক ওব্রায়েন।

  • |
Google Oneindia Bengali News

বাংলাকে দেশপ্রেম শেখাবেন না, দেশপ্রেম শেখাবেন না তৃণমূল কংগ্রেসকে। রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল বিতর্কে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে এই ভাষাতেই গর্জে উঠলেন সাসংদ ডেরেক ওব্রায়েন। তিনি বলেন, ভারতের স্বাধীনতার আন্দোলন বাংলা থেকেই শুরু হয়েছিল। এবার সিএবি ও এনআরসির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে উঠবে বাংলা থেকে।

সিএবি ও এনআরসির বিরুদ্ধে গণ-আন্দোলনের বার্তা

সিএবি ও এনআরসির বিরুদ্ধে গণ-আন্দোলনের বার্তা

তিনি বলেন, তৃণমূল কংগ্রেসই সিএবি ও এনআরসির বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলেছে। রাজ্যসভায় দাঁড়িয়ে তৃণমূল সাসংদের বার্তা, আমরা কৃষিজমি রক্ষার বিরুদ্ধে গণ-আন্দোলন করেছি। সিঙ্গুরের সেই আন্দোলন ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। এবার গণ আন্দোলনে আমরা পথে নামব। মানুষের স্বার্থে মানুষকে নিয়ে এনআরসি-সিএবি বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব।

বাঙালির কাছে গর্বের মাস ডিসেম্বর

বাঙালির কাছে গর্বের মাস ডিসেম্বর

ডেরেক বলেন, সারা ভারতের জন্য বাঙালির কাছে গর্বের মাস এই ডিসেম্বর। ৩ ডিসেম্বর জন্মছিলেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু, ৮ ডিসেম্বর জন্মেছিলেন বাঘাযতীন। আর ১৯৩০-এর এই ৮ ডিসেম্বরই বিনয়-বাদল-দিনেশ মহাকারণ অভিযান সংঘটতি করেছিলেন।

নাগরিকত্ব সংশোধনী বিলে খর্ব সাংবিধানিক অধিকার

নাগরিকত্ব সংশোধনী বিলে খর্ব সাংবিধানিক অধিকার

তাঁর কথায়, পবিত্র এই ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী বিল এনেছে বিজেপি। এই বিল সংবিধান বিরোধী। সংবিধানের মৌলিক অধিকারকে খর্ব করছে। আর তা করেই নিজেদেরকে দেশপ্রমিক বলে বড়াই করতে চাইছে বিজেপি। আমরা বুঝি আপনাদের দেশপ্রেম। আর আমাদের দেশপ্রেম শেখাবেন না। আমরা বাঙালি, আমাদের কারও কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে না।

বাঙালিকে দেশপ্রেম শেখাতে আসবেন না

ডেরেক বলেন, আমরা ঈশ্বর বলতে বিদ্যাসাগরকে বুঝি, ঠাকুর বলতে রবীন্দ্রনাথকে। আর কাজি বলতে বুঝি নজরুলকে, ফকির বলতে লালন। বাঙালির ধর্ম বাঙালি জানে, বাঙালি মানে। বাঙালিকে দেশপ্রেম শেখাতে আসবেন না। আন্দামানের সেলুলার জেলে যাদের নামে রয়েছে, তাদের ৭০ শতাংশ বাঙালি। বাংলা আর বাঙালিই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে সবথেকে বেশি।

সিএবি নিয়ে সুপ্রিম হুঁশিয়ারি

সিএবি নিয়ে সুপ্রিম হুঁশিয়ারি

ডেরেক এদিন হুঁশিয়ারি দেন, এই বিল সংসদ থেকে মাত্র ৩.৭ কিমি দূরে সুপ্রিম কোর্টে যাবে। রাজ্যসভাতেই লড়াই শেষ হয়ে যাবে না। তৃণমূল কংগ্রেস তৈরি আছে এই লডাইের জন্য। শুধু আইনি লড়াই নয়, গণ আন্দোলনও গড়ে তুলব আমরা। আমাদের আন্দোলনই বিজেপির নেতৃত্বাধীন সরকারের চক্রান্ত রুখে দেবে।

<strong>এনআরসি-সিএবির বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলবে তৃণমূল, সুপ্রিম হুঁশিয়ারিও ডেরেকের</strong>এনআরসি-সিএবির বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলবে তৃণমূল, সুপ্রিম হুঁশিয়ারিও ডেরেকের

English summary
Derek O’brian threatens to Modi government at Rajya Sabha on CAB issue. He says Bengal knows abour patriot, will not teach from you
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X