For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার জেলেই পচে মরতে হবে রাম রহিমকে, সাংবাদিক খুনে যাবজ্জীবন সাজা ডেরা প্রধানকে

সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি খুনের মামলায় পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে।

  • |
Google Oneindia Bengali News

সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি খুনের মামলায় পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে। এছাড়া বাকী তিন সাজাপ্রাপ্ত কুলদীপ সিং, নির্মল সিং ও কৃষণ লালকেও এদিন আদালত যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে।

সাংবাদিক খুনে যাবজ্জীবন সাজা ডেরা প্রধানকে

এর পাশাপাশি আদালত সাজাপ্রাপ্ত চারজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে।

গত সপ্তাহে সাংবাদিক খুনের মামলায় ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের পাশাপাশি হরিয়ানার সিবিআই আদালতের বিচারক মোট চারজনকে দোষী সাব্যস্ত করেন। আগামী ১৭ ডিসেম্বর আদালত সাজা ঘোষণা করবেন বলে জানান।

সেদিন আদালতে রাম রহিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিল। এদিনও সেভাবেই যাবজ্জীবনের সাজা শুনেছে সে। আপাতত রাম রহিম রোহতকের সুনারিয়া জেল বন্দি রয়েছে।

২০০২ সালে ডেরা সাচা সওদা থেকে প্রকাশিত সংবাদপত্রে সাধ্বীকে ধর্ষণের খবর প্রকাশিত করেছিলেন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। রাম রহিমের হুমকিকে ভয় না পেয়ে নিজের কাজ চালিয়ে যাওয়ার মাশুল প্রাণ দিয়ে দিতে হয়েছে তাঁকে। একই কারণে খুন হতে হয়েছিল ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকেও। দুটি খুনের মামলাতেই মূল অভিযুক্ত ছিল রাম রহিম সিং। ইতিমধ্যেই জোড়া ধর্ষণের অপরাধে জেল খাটছে রাম রহিম। খুনের মামলাতেও বিচারক তার প্রতি কোনওরকম সহানুভূতি দেখালেন না।

English summary
Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim gets lifer in journalist murder case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X