For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ সামনে আসবে ডেরা সাচার অন্দরের রহস্য, চলছে পুলিশি অভিযান

ধর্ষক বাবা গুরমিত রাম রহিমের ডেরায় এদিন হানা দিয়েছে প্রশাসন।

  • |
Google Oneindia Bengali News

জেলবন্দি ধর্ষক বাবা গুরমিত রাম রহিমের ডেরায় এদিন হানা দিয়েছে প্রশাসন। হাইকোর্টের নির্দেশ মেনে পাঞ্জাব ও হরিয়ানা সরকার যৌথভাবে সিরসায় ডেরা সাচার হেড কোয়ার্টারে হানা দিয়েছে। এই তল্লাশি অভিযানের নজরদারিতে হাইকোর্ট একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিযুক্ত করেছে।

বিপাসনার আর্জি

বিপাসনার আর্জি

ডেরা সাচার চেয়ারপার্সন বিপাসনা ইনসান জানিয়েছেন, ডেরায় তল্লাশি অভিযান চলছে। ডেরা সাচা সৌদা সবসময় আইন মেনে চলেছে। ফলে সমর্থকেরাও যেন আইন মেনেই কাজ করে।

ডেরার ভিতরের রহস্য

ডেরার ভিতরের রহস্য

ডেরার ভিতরে এর আগে অভিযোগ উঠেছিল, অনেককে খুন করে পুঁতে দেওয়া হয়েছে। সেই অভিযোগের সত্যতা এদিন খতিয়ে দেখা হবে। যদি তল্লাশিতে মাটি খুঁড়ে লাশ বের হয় তাহলে আরও বিপদে পড়তে চলেছে রাম রহিম সহ ডেরার সদস্যরা। কারণ ইতিমধ্যে ডেরার অনেকে এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে বলে খবর।

সুরক্ষা বাহিনী

সুরক্ষা বাহিনী

এই তল্লাশি অভিযানের প্রেক্ষিতে সিরসায় ডেরা হেডকোয়ার্টার সংলগ্ন এলাকায় কার্ফু জারি হয়েছে। যতক্ষণ তল্লাশি অভিযান চলবে ততক্ষণ কার্ফু জারি থাকবে। মোট ৪১ কোম্পানি আধাসামরিক বাহিনী, চার কলাম সেনা, চার জেলার পুলিশ, একটি সোয়াট দল নিয়ে আসা হয়েছে।

বম্ব স্কোয়াড

বম্ব স্কোয়াড

শুধু পুলিশ ও আধাসেনাই নয়, ডেরায় তল্লাশি চালাতে বম্ব স্কোয়াড ও একটি ডগ স্কোয়াডও প্রশাসনের তরফে নিয়ে আসা হয়েছে। গোটা তল্লাশি অভিযানের ভিডিও তুলে রাখা হবে বলে খবর।

English summary
Dera headquarters search operation done by security forces of Punjab and Haryana govt.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X