For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম রহিমকে নিয়ে নতুন খবর ফাঁস প্রাক্তন কর্মীর, ফের প্রকাশ্যে ডেরার অন্দরের কালো জগত

রাম রহিমের প্রাক্তন দেহরক্ষী বিয়ন্ত সিং জানিয়েছেন, একটি দুটি নয়, শ'য়ে শ'য়ে মহিলাকে যৌন হেনস্থা করেছে রাম রহিম।

  • |
Google Oneindia Bengali News

সাধ্বী ধর্ষণ কাণ্ডে আদালত ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে। তবে এই সাজা যে যথেষ্ট নয়, ধর্ষক বাবার যে আরও সাজা প্রাপ্য, তেমনটাই দাবি করছেন রাম রহিমের প্রাক্তন দেহরক্ষী বিয়ন্ত সিং। তিনি জানিয়েছেন, একটি দুটি নয়, শ'য়ে শ'য়ে মহিলাকে যৌন হেনস্থা করেছে রাম রহিম।

রাম রহিমকে নিয়ে নতুন খবর ফাঁস প্রাক্তন কর্মীর, ফের প্রকাশ্যে ডেরার অন্দরের কালো জগত

[আরও পড়ুন:মাথায় বন্দুক ঠেকিয়ে বৌদিকে ধর্ষণ দেওরের, উত্তরপ্রদেশ থমকে একই জায়গায়][আরও পড়ুন:মাথায় বন্দুক ঠেকিয়ে বৌদিকে ধর্ষণ দেওরের, উত্তরপ্রদেশ থমকে একই জায়গায়]

একটি ভিডিওতে বিয়ন্ত সিং নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি সিরসার ডেরায় নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন। অভিযোগ করেছেন, ডেরায় কাজ করা সমস্ত সাধ্বীদের গুরমিত রাম রহিম ধর্ষণ করেছে।

বিয়ন্ত বলেছেন, প্রতিদিন নিয়ম করে রাম রহিমের ঘরে একান্তে আসতে হতো মহিলাদের। ঘরের মধ্যে চলত নোংরামো। ১৯৯৫ সালে মাউন্ট আবুতে এমনই এক ঘটনা সরাসরি চোখে পড়ে যায় তাঁর। ১৬ বছরের একটি মেয়েকে ঘরে ডেকে ঘণ্টার পর ঘণ্টা ধরে ধর্ষণ করে রাম রহিম।

এই ঘটনা সমস্ত নিরাপত্তারক্ষীরা দিনের পর দিন প্রত্যক্ষ করেছে বলে জানিয়েছেন বিয়ন্ত। কেউ কিছু বাধা দিতে পারতেন না। শুধু ঘরের ভিতর থেকে চিৎকারের আওয়াজ বাইরে আসত। বাকী সময়গুলোও মেয়েদের মাঝে পরিবেষ্টিত হয়ে থাকত রাম রহিম।

এখানেই অভিযোগ না থামিয়ে বিয়ন্ত সিং বলেছেন, ডেরার সমস্ত পুরুষদের নির্বীজকরণ করে দেওয়া হয়েছিল। তাঁকে করা হবে খবর পেয়েই ডেরা ছেড়ে পালিয়েছিল বিয়ন্ত।

এছাড়াও ডেরার মধ্যে খুন, আশপাশের গরিব লোকের জমি জোর করে কম পয়সায় নিয়ে নেওয়া, ডেরার মধ্যে বিস্ফোরক ও অস্ত্র রাখা সহ সমস্ত বেআইনি কাজই দিনের পর দিন চলেছে বলে বিয়ন্ত অভিযোগ করেছেন।

English summary
Jailed Dera Sacha Sauda chief Gurmeet Ram Rahim Singh raped all of the Sadhvis, alleged ex gunman Beant Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X