For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম রহিম পেতে পারেন প্যারোলে ছাড়া! হরিয়ানা সরকারের সুপারিশের নেপথ্যে কোন 'কারণ'

হরিয়ানা সরকারের সুপারিশ যাচ্ছে আদালতের কাছে। আর তা যাচ্ছে ধর্ষণে দোষী সাব্যস্ত ধর্মগুরু রাম রহিমের জন্য।

  • |
Google Oneindia Bengali News

হরিয়ানা সরকারের সুপারিশ যাচ্ছে আদালতের কাছে। আর তা যাচ্ছে ধর্ষণে দোষী সাব্যস্ত ধর্মগুরু রাম রহিমের জন্য। হরিয়ানা সরকারের দাবি, শ্রীঘরে বন্দি রাম রহিমের 'সুন্দর' ব্যবহারের জন্য় তাঁকে যেন প্যারোলে ছেড়ে দেওয়া হয়।

রাম রহিম পেতে পারেন প্যারোলে ছাড়া! হরিয়ানা সরকারের সুপারিশের নেপথ্যে কোন কারণ

এর আগে ২১ জুন ধর্মগুরু নিজে এক আবেদনে জানান, যাতে তাঁকে প্যারোলে ছেড়ে দেওয়া হয়। গোটা ঘটনায়ে তাঁকে 'ফ্রেম' করা হচ্ছে বলেও দাবি করেন ধর্ষক এই ধর্মগুরু রামরহিম। প্যারোলে ছাড়া পাওয়ার কারণ হিসাবে রামরহিম জানান, তাঁর 'চাষাবাদের কিছু কাজ' বাকি রয়েছে। আর সেই কাজ করার জন্যই তিনি জেরের বাইরে যেতে চাইছেন। রামরহিমের আর্জির পর এবার হরিয়ানা সরকার নিজে এই সুপারিশ জানায় ।

প্রসঙ্গত, ২০০২ সালে ডেরা সাচ্চা সৌদার দুই সাধ্বীর চিঠিতে রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। যে ঘটনায় দোষী সাব্যস্ত হন হরিয়ানার ডেরা সাচ্চা সৌদারক ধর্মগুরু রামরহিম। দুটি ভিন্ন ধর্ষণের ঘটনায় ২০ বছরের জেল হয় রাম রহিমের। আর সেই হাজবাসের মধ্যে এখন প্যারোলে ছাড়া পাওয়ার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ রাম রহিম।

English summary
Haryana government recommends granting parole to Dera chief Gurmeet Ram Rahim citing'good behavior'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X