For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী জমানায় এবার শুরু যোগা নিয়ে গবেষণা! চাওয়া হল আবেদন পত্র

'সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ যোগা মেডিটেশন' প্রোগ্রামের জন্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফে গবেষণার জন্য প্রস্তাব চাওয়া হল।

  • |
Google Oneindia Bengali News

'সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ যোগা মেডিটেশন' প্রোগ্রামে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফে গবেষণার জন্য প্রস্তাব চাওয়া হল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তরফে বিষয়টিকে কগনিটিভ সায়েন্স রিসার্চ ইনিশিয়েটিভ-(সিএসআরআই)-এর অধীনে রাখা হয়েছে।

যোগ্যতা

যোগ্যতা

যোগা ও মেডিটেশনের কোনও অংশ নিয়ে গবেষণা করে থাকলে বিজ্ঞানী কিংবা শিক্ষাবিদরা ২০১৮-১৯ সালের জন্য এই রিসার্চ প্রস্তাবে অংশ নিতে পারবেন।
কোনও ব্যক্তি, যিনি নিজে যোগা এবং মেডিটেশনের সঙ্গে ওতঃপ্রতভাবে যুক্ত, তাঁরা কোনও শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তভাবে আবেদন করতে পারবেন।

সময়কাল

সময়কাল

সর্বোচ্চ তিন বছরের।

প্রস্তাব জমা

প্রস্তাব জমা

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের ওয়েবসাইটে একটি নির্দিষ্ট ফর্মাটে অনলাইনে প্রকল্প প্রস্তাব জমা দেওয়া যাবে। ( onlinedst.gov.in)। ই-পিএমএস-এ প্রিন্সিপাল ইনভেসটিগেটরের পক্ষ থেকে তাদেরকে নথিভুক্তির পর প্রস্তাব নির্দিষ্ট ফর্মাটে আপলোড করা যাবে। নির্দিষ্ট ফর্মাট পাওয়া যাবে কিরণ ডিভিশনের ই-পিএমএস-এ এবং ডিএসটি ওয়েবসাইটে।

হার্ড কপি পাঠাতে হবে স্পিড পোস্টে

হার্ড কপি পাঠাতে হবে স্পিড পোস্টে

জমা দেওয়া গবেষণা প্রস্বাবের দুটি হার্ডকপি স্পিড পোস্টে ড. বন্দনা সিং, সায়েন্টিস্ট-ই, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টেকনোলজি ভবন, নিউ মেহরৌলি রোড, নতুন দিল্লি-১১০০১৬ ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর এসএটিওয়াইএএন কথাটি উল্লেখ করতে হবে।
প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ ২০১৮-র ৩০ নভেম্বর।

English summary
Department Of Science And Technology Invites Research Proposal On Yoga, Meditation Practices
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X