For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগ্নিপথ প্রকল্পে বিক্ষোভ, আক্রান্ত হল বিহারের উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি

অগ্নিপথ প্রকল্পে বিক্ষোভ, আক্রান্ত হল বিহারের উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি

  • |
Google Oneindia Bengali News

নূপুর শর্মা বিতর্ক থামার আগেই অগ্নিপথ নিয়ে নতুন বিতর্ক ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের বড় অংশ। বিশেষ করে বিহার উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে 'অগ্নিপথ' প্রকল্পের বিরোধিতা ও বিক্ষোভ হিংসাত্মক রূপও নিয়েছে৷ এবার এই বিক্ষোভের আঁচ গিয়ে প বিহারের উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে৷ শুক্রবার বিহারের বেত্তিয়ায় ডেপুটি সিএম রেণু দেবীর বাসভবনে ভাঙচুর চালিয়েছে 'অগ্নিপথ স্কিম'এর বিরুদ্ধে বিক্ষোভকারীরা৷

কী বলছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রীর ছেলে?

কেন্দ্র সরকারের পক্ষ থেকে সম্প্রতি ঘোষিত, সল্পকালীন সেনাবাহিনীতে নিয়োগের প্রকল্প অগ্নিপথের বিরুদ্ধে প্রতিবাদের সময় আন্দোলনকারীরা বিহারের উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি আক্রমণ করেছিল বলে জানা গিয়েছে৷ রেনু দেবীর ছেলে সংবাদমাধ্যমকে জানিয়েছে, বেত্তিয়ায় আমাদের বাসভবনে হামলা হয়েছে। আমাদের অনেক ক্ষতি হয়েছে। যদিও তিনি (রেনু দেবী) এখন পাটনায় রয়েছেন৷

কেন্দ্র সরকারের অগ্নিপথ প্রকল্পে নিয়োগ হবে ১৭.৫ বছর থেকেই!

কেন্দ্র সরকারের অগ্নিপথ প্রকল্পে নিয়োগ হবে ১৭.৫ বছর থেকেই!

কেন্দ্র সরকার সম্প্রতি একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে, যার নাম, অগ্নিপথ। এই প্রকল্পে প্রায় ৩০-৪০ হাজার টাকা বেতনে ১৭.৫ থেকে ২১ বছরের বয়সীদের সেনাবাহিনীতে নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। মহিলারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। অগ্নিবীরদের অবশ্যই সশস্ত্র বাহিনীতে তালিকাভুক্তির জন্য নির্ধারিত মেডিকেল যোগ্যতার শর্ত পূরণ করতে। অগ্নিপথের অধীনে নিয়োগ করা সৈন্যদের চার বছর পরে চাকরি থেকে মুক্তি দেওয়া হবে, যদিও অগ্নিবীরদের মধ্যে থেকে ২৫ শতাংশকে স্ক্রীনিংয়ে বাছাইয়ের পর আবার চাকরিতে পুনর্বহাল করার বিধান থাকছে৷

 অগ্নিপথ স্কিম নিয়ে কেন বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা?

অগ্নিপথ স্কিম নিয়ে কেন বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা?

বিক্ষোভকারীরা চার বছরের চাকরির বিরুদ্ধে আন্দোলন করছে। সেনায় চাকরী প্রস্তুতি নেওয়া বিক্ষোভকারীরা বলছেন যে চাকরিপ্রার্থী বা দেশ কেউই এই প্রকল্প থেকে উপকৃত হবে না। 'অগ্নিপথ যোজনা'-এ যুবকদের সবচেয়ে বড় সমস্যা হল চার বছর পর ৭৫ শতাংশ যুবককে চাকরি হারাতে হবে, যা একবার সরকারি চাকরি পেয়ে যাওয়ার নিশ্চিত জীবন অপেক্ষা অনেকটাই অনিশ্চিত। একজন বিক্ষোভকারী জানিয়েছেন যে একজন যুবক ১৭.৫ বছর বয়সে অগ্নিবীর হলে তার কোনও পেশাদার ডিগ্রি বা বিশেষ যোগ্যতা সে সময় থাকবে না, তাই সে চারবছর কাজ করে সেনাবাহিনী থেকে বেরিয়ে দ্বিতীয় শ্রেণীর চাকরি নিতে বাধ্য হবে।

Agnipath Protest: বিক্ষোভ সংঘর্ষে ১ জনের মৃত্যু সেকেন্দ্রাবাদে, গুরুগ্রামে জারি ১৪৪ ধারাAgnipath Protest: বিক্ষোভ সংঘর্ষে ১ জনের মৃত্যু সেকেন্দ্রাবাদে, গুরুগ্রামে জারি ১৪৪ ধারা

English summary
Demonstration at Agnipath project, attacked the house of Deputy Chief Minister of Bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X