For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্কে নোট জমা দিতে কোনও পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে না : আরবিআই

আরবিআইয়ের তরফে বলা হয়েছে, গ্রাহকেরা ব্যাঙ্কে গিয়ে টাকা তোলা বা জমা দেওয়ার সময়ে কোনও পরিচয়পত্রের ফটোকপি জমা রাখতে হবে না। শুধু আসল পরিচয়পত্র দেখালেই প্রয়োজনীয় কাজ করতে পারবেন।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৬ নভেম্বর : ভারতের রিজার্ভ ব্যাঙ্ক ও তাঁর শাখায় অথবা দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ও প্রাইভেট ব্যাঙ্কে টাকা জমা দিতে অথবা তোলার সময়ে পরিচয়পত্রের কোনও ফটোকপি জমা রাখতে হবে না। এমনটাই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

৫০০ ও ১ হাজারের মোট ২৩০০ কোটি নোট বদলাতে ব্যাঙ্কগুলি আদৌও সক্ষম তো?

বাজারে আসতে না আসতেই জাল করা শুরু ২ হাজারের নোট?

আরবিআইয়ের তরফে বলা হয়েছে, গ্রাহকেরা ব্যাঙ্কে গিয়ে টাকা তোলা বা জমা দেওয়ার সময়ে কোনও পরিচয়পত্রের ফটোকপি জমা রাখতে হবে না। শুধু আসল পরিচয়পত্র দেখালেই প্রয়োজনীয় কাজ করতে পারবেন।

ব্যাঙ্কে নোট জমায় কোনও পরিচয়পত্র জমা দিতে হবে না : আরবিআই

জানা গিয়েছে, আরবিআইয়ের গাইডলাইনেই রয়েছে গ্রাহকদের ব্যাঙ্কের কাজ করতে গিয়ে প্রয়োজনে আসল পরিচয়পত্র দেখাতে হতে পারে তবে তার ফটোকপি জমা দেওয়ার কোনও প্রয়োজন নেই।

নোট বাতিল হবে, ৬ মাস আগে জানিয়েছিল গুজরাতের সংবাদপত্র!

#Note তোলা ও জমা করার নিয়মে কিছু বদল আনা হয়েছে, জেনে নিন সবিস্তার

স্টে ব্যাঙ্কের তরফে এক আধিকারিক জানিয়েছেন, ব্যাঙ্কের শুধুমাত্র রিকুইজিশন স্লিপের বিবরণ ও নম্বরগুলি প্রয়োজন। যা দিয়ে নথিভুক্ত বিবরণ মেলানো যেতে পারে। ব্যস এটুকুই।

যদিও অভিযোগ এসবিআই সহ অনেক ব্যাঙ্ক টাকা তোলা ও জমা দেওয়ার সময় গ্রাহকদের থেকে পরিচয়পত্রের ফটোকপি জমা রাখছে। তবে কিছু ব্যাঙ্ক এমনও রয়েছে যারা আরবিআইয়ের নির্দেশিকা অনুসরণ করছে।

English summary
Demonetisation: No photocopies needed at banks for transactions; just present you original ID proof
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X