For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিওয়ালিতে ফাটিয়েছেন কি 'জিএসটি বাজি' বা 'নোটবন্দি তুবড়ি'! বাজার মাত করছে এরাই

সাধারণ হাউই, চরকি, বম্ব , তারাবাজি এসব তো অনেক শোনা গিয়েছে, এবছরে দেশের বিশেষ আকর্ষণ 'নোটবন্দি তুবড়ি' বা জিএসটি বাজি।

  • |
Google Oneindia Bengali News

সাধারণ হাউই, চরকি, বম্ব , তারাবাজি এসব তো অনেক শোনা গিয়েছে, এবছরে দেশের বিশেষ আকর্ষণ 'নোটবন্দি তুবড়ি' বা 'জিএসটি বাজি'। ভাবছেন কী হতে পারে বাজির বিশেষত্ব? তাহলে জানিয়ে রাখা ভালো এসবই 'পুরনো সুধা নতুন বোতলে'।

দিওয়ালিতে ফাটিয়েছেন কি 'জিএসটি বাজি' বা 'নোটবন্দি তুবড়ি'! বাজার মাত করছে এরাই

উত্তরভারতের একটা বড় অংশ জুড়ে রাজনৈতিক ব্যাক্তিত্ব বা রাজনৈতিক ঘটনার প্রেক্ষিতে নাম দেওয়া হচ্ছে বাজির। বিক্রেতারা বলছেন এই ধরণের 'হট্কে' বা চমকপ্রদ নাম দিয়েই ক্রেতাদের আকর্ষণ বাজির দিকে টানতে পারছেন তাঁরা। এই ধরনর বাজির বিক্রিও চলছে বেশ। কোনও বাজির নাম ' জিএসটি কালো সাপ ', কোনওটির নাম ' নোটবন্দি ফুস ফুস তুবড়ি '।

দিওয়ালিতে ফাটিয়েছেন কি 'জিএসটি বাজি' বা 'নোটবন্দি তুবড়ি'! বাজার মাত করছে এরাই

উত্তর প্রদেশের বাজি বাজারে এখন এইভাবে রাজনৈতিক নামেই ব্র্যান্ডিং হচ্ছে বাজির। কোনওটির নাম 'প্রিয়ঙ্কা ফুলঝুড়ি' তো কোনওটির নাম ' যোগী চেতাবনী চটাই', ' অখিলেশ বম্ব',' মোদী রকেট'। শুধু তাই নয়, এই সমস্ত বাজির ব্রান্ড নামের সঙ্গে রয়েছে একটি করে ট্যাগ লাইনও , যেমন ' ধড়াম সে গিরে মোদী রকেট'! উল্লেখ্য় এতদিন পর্যন্ত বলিউড তারকাদের ছবি দিয়ে বাজির প্যাকেট বিক্রি হতে দেখা গিয়েছে। এবার সেই জায়গা আসছে রাজনৈতিক নেতা বা রাজনৈতিক নীতির নাম। ফলে জনপ্রিয়তার নিরিখে এই দিওয়ালিতে একটু হলেও বলিউড তারকাদের পিছনে ফেলে দিয়েএছন রাজনৈতিক নেতারা।

English summary
Traders say such quirkily named crackers – GST Kaala Saanp (A cracker named after the goods and services tax introduced in July) and ‘Notebandi phus phus anars’ (demonetisation ‘anar’) -- are ruling the Diwali market in some districts of Uttar Pradesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X