For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর 'ডাবল ট্যাপ'-এ অর্থনীতির হত্যা, তীব্র আক্রমণ রাহুলের

জিএসটি ও নোট বাতিলের জোড়া আক্রমণে দেশের অর্থনীতিকে 'হত্যা' করেছেন মোদী, ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

জিএসটি ও নোট বাতিল নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। একদিকে প্রধানমন্ত্রীর দাবি, আগামী দিনে জিএসটি-র সুফল মধ্য ও নিম্নবিত্তরা পেতে শুরু করবেন। অপরদিকে রাহুল গান্ধীর দাবি, নোট বাতিল ও জিএসটি দুটি সিদ্ধান্তের প্রণয়নেই গলদ রয়েছে।

মোদীর 'ডাবল ট্যাপ'-এ অর্থনীতির হত্যা, তীব্র আক্রমণ রাহুলের

বৃহস্পতিবার মোদী বলেন, এখন হয়ত জিএসটির সুফল শুধুমাত্র ব্যবসায়ীরা পাচ্ছেন, কিন্তু শীঘ্রই এই সুফল উপভোক্তাদের কাছেও পৌঁছে যাবে। ঘন্টা কয়েক পরেই মোদীকে আক্রমণ করে রাহুল বলেন, জিএসটি ও নোট বাতিলের জোড়া আক্রমণে দেশের অর্থনীতিকে 'হত্যা' করেছেন মোদী। জিএসটি নিয়েও তিনি বলেন, কোনও পরিকাঠামো, চিন্তাভাবনা ছাড়াই এতবড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী। কমান্ডোর উদাহরণ টেনে তিনি বলেন, আপৎকালীন পরিস্থিতিতে শত্রুকে নিকেশ করতে কমান্ডোরা পরপর বুকে দুটি গুলি করেন। একে বলা হয় ডাবল ট্যাপ। অর্থনীতিকে হত্যা করতে মোদীও এই ডাবল ট্যাপ করেছেন।

একইসঙ্গে অর্থমন্ত্রী অরুণ জেটলিকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। রাহুল গান্ধী বলেন, জিএসটি ও নোট বাতিলের জেরে যেখানে সারা দেশে ব্যবসা মার খাচ্ছে, সেখানে অর্থমন্ত্রী প্রতিদিন কোনও টিভি চ্যানেলে বলে হাসিমুখে বলছেন, সব ঠিক আছে। স্টার্ট আপ ইন্ডিয়া ও শাট আপ ইন্ডিয়া একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।

এখানেই থেমে না থাকে কংগ্রেস সহসভাপতি বলেন, প্রধানমন্ত্রীর মনে এই ধারনা রয়েছে যে দেশের প্রত্যেকটা মানুষই চোর। ব্যবসা চলে বিশ্বাসের ওপর। কিন্তু এদেশে সরকারের ওপর মানুষের বিশ্বাস একেবারেই উঠে গিয়েছে।

[আরও পড়ুন: 'ইয়ে কামাই মুঝে দেদে'! হঠাৎ কী নিয়ে এই বক্তব্য রাহুলের][আরও পড়ুন: 'ইয়ে কামাই মুঝে দেদে'! হঠাৎ কী নিয়ে এই বক্তব্য রাহুলের]

English summary
Rahul Gandhi slams Modi saying demonetization and GST are 'double tap' of Modi government, Modi has killed economy, says Rahul.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X