For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর চোটে এটিএম-এর লাইনে চম্বলের কুখ্যাত ডাকাত মলখন সিং!

কেন্দ্রের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের বিশাল প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। প্রভাব এতটাই যে পুরনো টাকা বদলাতে ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে হয়েছে চম্বলের প্রাক্তন ডাকাত সর্দার মলখন সিংকে।

Google Oneindia Bengali News

গোয়ালিয়র, ১৮ নভেম্বর : কেন্দ্রের ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের বিশাল প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। প্রভাব এতটাই বেশি যে বাদ পড়েননি প্রাক্তন ডাকাত সর্দারও। পুরনো টাকা বদলাতে ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে হয়েছে চম্বলের প্রাক্তন ডাকাত মলখন সিং।

গোয়ালিয়রে এসবিআই ব্যাঙ্কের বাইরে লাইনে দাঁড়াতে দেখা যায় মলখন সিংকে। তাঁকে লাইনে দাঁড়াতে দেখে অবাক হয়ে যান অনেকেই।

মোদীর চোটে এটিএম-এর লাইনে চম্বলের কুখ্যাত ডাকাত মলখন সিং!

চম্বলের কুখ্যাত ডাকাত সর্দার

সত্তর-আশির দশকে চম্বলের কুখ্যাত নাম ছিল ডাকু মলখন সিং। তার ও তার দলের নামে ৯৮টি পুলিশি মামলা ছিল। যার মধ্যে ১৮টি ডাকাতি, ২৮টি অপহরণ, ১৯টি খুনের চেষ্টা এবং ১৭টি খুনের মামলা।

গ্রামের মোড়লের উপর প্রাণঘাতী হামলা

১৯৭৬ সালে বিলাও গ্রামের মোড়ল কৈলাস নারায়ণের সঙ্গে সংঘর্ষ হয়েছিল মলখন সিংয়ের। মেশিন গান দিয়ে কৈলাস নারায়ণকে খুনের চেষ্টা করেছিল মলখন। ৬টি গুলি লাগা সত্ত্বেও সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন নারায়ণ। তবে এর ফলে উত্তরপ্রদেশের জালোনে পালাতে বাধ্য হয়েছিল মলখন। এই সংঘর্ষে মোড়লের দুজন সহকারীর গুলি লেগেছিল। যাদের মধ্যে একজন মারা যায়।

মুখ্যমন্ত্রীর সামনে আত্মসমর্পণ

১৯৮৩ সালে মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী অর্জুন সিংয়ের কাছে প্রায় ৩০,০০০ লোকের সামনে মলখন তার দলবল নিয়ে আত্মসমর্পণ করে।

English summary
Demonetisation: Former Chambal dacoit Malkhan Singh stands in ATM queue in Gwalior
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X