For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#NoteBan এর জের : মাত্র ৫০০ টাকায় বিয়ের অনুষ্ঠান মিটল সুরাটে

সুরাটের এক নবদম্পতি নোট বাতিলের জেরে মাত্র ৫০০ টাকায় বিয়ে সারলেন। অতিথিদেরও শুধুই 'চা-পানি' দিয়ে খাতির করা হয়েছে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

সুরাট, ২৫ নভেম্বর : ভারতীয় ঘরে বিয়ে হওয়া মানেই সে এক এলাহি কাণ্ড। বিয়ের একমাস আগে থেকে শুরু করে একমাস পর পর্যন্ত এর রেশ বজায় থাকে। তবে এমন কোনও কিছুরই সাক্ষী হলেন না সুরাটের এক নবদম্পতি। নোট বাতিলের জেরে মাত্র ৫০০ টাকায় বিয়ে সারতে হল তাঁদের।

কালো টাকা ইস্যু : নোট বাতিলের পরে এবার গচ্ছিত সোনার উপরে হামলায় তৈরি কেন্দ্র!

ব্যাঙ্কে জমা করা হিসাব বহির্ভূত টাকার ৬০ শতাংশ হারে কর বসাতে চলেছে কেন্দ্র : সূত্র

সদ্য বিয়ে করে ওঠা বর জানালেন, নোট বাতিলের জেরে তাদের পরিবার বিয়ের সমস্ত জাঁকজমক থেকে পিছিয়ে আসে। তার বদলে মাত্র ৫০০ টাকায় বিয়ে সারা হয়। অতিথিদেরও শুধুই 'চা-পানি' দিয়ে খাতির করা হয়েছে।

#NoteBan এর জের : মাত্র ৫০০ টাকায় বিয়ের অনুষ্ঠান মিটল সুরাটে

নববধূ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণার পরে তাঁর পরিবার প্রথমে ভয় পেয়ে গিয়েছিল। কারণ ততদিনে বিয়ের দিন প্রায় সামনে এসে গিয়েছে। তা সত্ত্বেও পরিবারের সকলে মিলে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

দুটি আলাদা ধরনের নতুন ৫০০ টাকার নোট ঘুরছে বাজারে, ছড়িয়েছে বিভ্রান্তি

পুরনো ৫০০ টাকার নোট এখনও ব্যবহার করতে পারবেন এই জায়গাগুলিতে

হঠাৎ করেই ৮ নভেম্বর ৫০০ ও ১ হাজারের নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার ফলে বিয়ের মরশুমে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন বর-কনে পক্ষ। বিয়ের জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে বলে মোদী সরকার ঘোষণা করলেও তা সত্ত্বেও মানুষের হয়রানি পুরোপুরি কমেনি।

English summary
Demonetisation effect: A Rs 500 wedding in Surat, Gujarat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X