For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারের নোট বাতিলের ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে

মোদী ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করার পর থেকে এখনও পর্যন্ত দেশজুড়ে মোট ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রত্যেকটি মৃত্যু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নোট বাতিল ইস্যুর সঙ্গে যুক্ত।

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৬ নভেম্বর : গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করার পর থেকে এখনও পর্যন্ত দেশজুড়ে মোট ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই প্রত্যেকটি মৃত্যু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নোট বাতিল ইস্যুর সঙ্গে যুক্ত।

মৃতদের পরিবারের দাবি, এদের মধ্যে কয়েকজন খবরের আকস্মিকতার জেরে মারা গিয়েছেন আবার কিছু লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোর জেরে অসুস্থ হয়ে মারা গিয়েছেম। নোট বাতিলের জেরে আত্মহত্যা এমনকি হত্যার খবরও মিলেছে।

সরকারের নোট বাতিলের ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে

যে মৃত্যুগুলির খবর জানা গিয়েছে

১. মেয়ের বিয়ের ৪ দিন আগে পাঞ্জাবে সুখদেব সিং নামে একজনের মৃত্য়ু হয়েছে হার্ট অ্যাটাকে। নোটের ঘাটতি হওয়ায় জিনিস কিনতে পারছিলেন না তিনি।

২. ছোট মুদ্রার নোট মা দিতে মানা করায় উত্তরপ্রদেশের বুলন্দশহরে এক বিএসএফ জওয়ানেরে ১৭ বছরের ছেলে আত্মহত্যা করে।

৩. ছোট টাকার নোট না থাকায় অটোওয়ালা হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করায় ওড়িশার সম্বলপুরে ২ বছরের একটি শিশুর মৃত্যু হয়।

৪. তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে ব্যাঙ্কের বাইরে লম্বা লাইনে ২ ঘন্টা দাঁড়িয়ে থেকে ৭৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়।

৫. সুরেন্দ্র শর্মা নামে ঔরঙ্গাবাদের এক প্রবীন নাগরিক ব্যাঙ্কের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অসুস্থ হয়ে মারা যান।

৬. সার ও বীজ কিনতে না পেরে হাল্কে লোধি নামে এক কৃষক মধ্যপ্রদেশের ছত্তরপুরে আত্মহত্যা করেন।

৭. মীরাটে কারখানার কর্মচারি ৬০ বছরের আজিজ আনসারি ব্যাঙ্কের বাইরে লাইনে দাঁড়ানোর সময় হার্ট অ্যাটাক করে মারা যান।

৮. উত্তরপ্রদেশের জালাউনে অবসরপ্রাপ্ত শিক্ষক ৭০ বছরের রঘুনাথ বর্মা মেয়ের বিয়ের জন্য টাকা তুলতে গিয়ে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মারা যান।

৯. বাবা-মায়ের কাছে অচল ৫০০ ও ১০০০ টাকার নোট থাকায় বুলন্দশহরের হাসপাতালে বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু হয়।

১০. ৩ দিন ধরে টাকা বদলাতে না পেরে হতাশা থেকে আত্মহত্যা করে দিল্লির ২৪ বছরের রিজওয়ান।

১১. পরিবারের জন্য মুদিখানা থেকে জিনিস কিনতে না পেরে সুরাতের ৫০ বছরের মহিলা আত্মহত্যা করেন।

১২. দাদা টাকা না বদলে বাড়ি ঢোকায় উত্তরপ্রদেশের সালমলি এলাকার ২০ বছরের সাবানা আত্মহত্যা করেন।

১৩. ব্যাঙ্কে বদলের জন্য নিয়ে যাওয়া ১৫,০০০ টাকা চুরি বা হারিয়ে যাওয়ার কারণে কর্ণাটকের চিকবল্লাপুরের এক মধ্যবয়সী মহিলা আত্মহত্যা করেন।

১৪. ছত্তিশগড়ের রায়গড়ের এক চাষি ৩০০০ টাকা ব্যাঙ্ক থেকে বদলাতে না পেরে আত্মহত্যা করেন।

১৫. গুজরাতের লিম্বডিতে এক ৬৯ বছরের বয়স্ক ব্যাক্তি ব্যাঙ্কে লাইনে অসুস্থ হয়ে মারা যান।

১৬. কানপুরের এক বয়স্ক মহিলা নোট গুনতে গিয়ে মারা যান।

১৭. জমি বিক্রি করে ৭০ লক্ষ টাকা আগাম পেয়েছিলেন কানপুরের এক ব্যক্তি। মোদীর ঘোষণা শুনতে শুনতেই মারা যান তিনি।

১৮. মুম্বইয়ে এক দম্পতির কাছে অচল ৫০০ টাকার নোট থাকায় সদ্যজাতকে হাসপাতলে ভর্তি করতে অস্বীকার করে হাসপাতাল, এর জেরে মৃত্যু হয় শিশুর।

১৯. দম্পতির ওযুধ কেনার টাকা না থাকায় ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়।

২০. বাবা-মায়ের কাছে ১০০ টাকার নোট না থাকায় ১ বছরের শিশুর চিকিৎসা বন্ধ করে দেয় ডাক্তার। আর তাতেই মৃত্যু হয় শিশুর।

২১. রাজস্থানের পালিতে ১০০ টাকার অভাবে অ্যাম্বুল্যান্স না পেয়ে মৃত্য়ু হয় এক সদ্যজাতর।

২২. উত্তরপ্রদেশের কুশিনগরে ১০০০ টাকার নোট বাতিলের খবর পেয়ে জোর ধাক্কা পান এক মহিলা, এবং তাতেই তার মৃত্যু হয়।

২৩. তেলেঙ্গানার মহুবাবাদে এক ৫৫ বছরের মহিলা আত্মহত্যা করেন। তার জমানো ৫৪ লক্ষ টাকা অচল হয়ে গিয়েছে জানার পর হতাশায় আত্মহত্যা করেন তিনি।

২৪. এটিএম থেকে খালি হাতে বাড়ি ফেরায় স্ত্রীকে খুন করে স্বামী। ঘটনাটি ঘটেছে হাওড়ায়।

সরকারের নোট বাতিলের ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে

২৫. বাতিল হওয়া মুদ্রায় মেয়ের শ্বশুরবাড়ি যৌতুকের টাকা নেবে না এই আতঙ্কে বিহারের কাইমুরে ৪৫ বছরের এক ব্যক্তি আত্মহত্যা করেন।

২৬. কেরলে থালাসেরিতে ব্যাঙ্ক ডিপোজিট ফর্ম ভর্তি করার সময় দোতলা থেকে পড়ে মারা যান ৪৫ বছরের এক ব্যাক্তি।

২৭. ব্যাঙ্কের লাইনে দাঁড়ানোর সময় হার্ট অ্যাটাকে মারা যান ৭২ বছরের এক ব্যক্তি।

২৮. গুজরাতের তারাপুরে পুরনো নোট বদলাতে গিয়ে ব্যাঙ্কের লাইনেই মৃত্যু হয় ৪৭ বছরের এক কৃষকের।

২৯. কেরলের আল্লাপুজহায় ব্যাঙ্কের বাইরে লাইনে দাঁড়ানোর সময় ৭৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়।

৩০. কর্ণাটকের উডিপিতে ব্যাঙ্কের লাইনে দাঁড়ানোর সময় ৯৬ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়।

৩১. মধ্যপ্রদেশের সাগরে ব্যাঙ্কে লাইনে দাঁড়ানোর সময় ৬৯ বছর বয়সী এক বিএসএনএল কর্মীর মৃত্যু হয়।

৩২. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যাশিয়ার হার্ট অ্যাটাকে মারা যান।

৩৩. মোদীর নোট বাতিলের ভাষণ শুনতে শুনতেই উত্তরপ্রদেশের ফইজাবাদের এক ব্যবসায়ী হার্ট অ্যাটাকে মারা যান।

English summary
Demonetisation: 33 deaths since government scrapped Rs 500, Rs 1000 notes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X