For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোবরা পোস্ট স্টিং অপারেশন : বাবরি হামলা পূর্ব পরিকল্পিত, সব জানতেন আদবানী, নরসিমা রাও

কোবরা পোস্ট স্টিং অপারেশন : বাবরি হামলা পূর্ব পরিকল্পিত, সব জানতেন আদবানী, নরসিমা রাও

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ এপ্রিল : বাবরি মসজিদ ধ্বংসের পিছনে উন্মত্ত করসেবক নয়, ছিল আরএসএস, শিবসেনার প্রশিক্ষণপ্রাপ্ত কিছু ক্যাডার। এই অভিযান প্রসঙ্গে আগেই যানতেন লালকৃষ্ণ আদবামী,কল্যাণ সিং, বাল ঠাকরের মতো বরিষ্ঠ নেতারা। স্টিং অপারেশন চালিয়ে যে তথ্য পেয়েছে তার ভিত্তিতে এমনটাই দাবী করেছে তদন্তমূলক ওয়েবসাইট কোবরা পোস্ট।

কোবরা পোস্ট স্টিং অপারেশন : বাবরি হামলা পূর্ব পরিকল্পিত, সব জানতেন আদবানী, নরসিমা রাও

স্টিং অপারেশনে উঠে এসেছে অযোধ্য়া আন্দোলনের অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন সাক্ষ্মী মহারাজ, আচার্য ধর্মেন্দ্র, ঊমা ভারতী,মহান্ত বেদান্তী এবং বিনয় কাতিয়ারও ওই ষড়যন্ত্রের বিষয়ে ওয়াকিবহাল ছিলেন। কোবরা পোস্টোর দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও এই বাবরি মসজিদের পরিকল্পিত ধ্বংস ষড়যন্ত্রর বিষয়েও জানতেন।

কোবরা পোস্টের সম্পাদক কে আশিস ওয়েবসাইটে লিখেছেন, রাম জন্মভূমি আন্দোলনের প্রথম সারির ২৩জন নেতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। যারা বাবরি মসজিদের ধ্বংসের ঘটনাতেও জড়িত। কেউ হয়তো সরাসরি ওই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। কেউ আবার এই ষড়যন্ত্রের সম্পাদকের ভূমিকায় ছিলেন।

নির্বাচন কমিশনের কাছে কোবরাপোস্ট স্টিং সম্প্রচার বন্ধ করার আর্জি জানিয়েছে বিজেপি

এই বিষয়ে তদন্ত করতে, অযোধ্যা আন্দোলনের বহু লেখক, সাংবাদিকের সঙ্গেও দেখা করে তাদের সাক্ষাৎকার নেয় কোবরা পোস্ট। বিভিন্ন হিন্দু ধার্মিক গুরুদের সঙ্গেও কথা বলেছেন আশিস। এ বিষয়ে তদন্ত চালাতে অযোধ্যা, ফাইজাবাদ, লখনউ, গোরখপুর, মথুরা, মোরাদাবাদ, জয়পুর, ঔরঙ্গাবাদ, মুম্বই, গোয়ালিয়র প্রভৃতি জায়গায় ঘুরেছেন তিনি।

তদন্তে উঠে আসে, লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবককে বিশ্ব হিন্দু পরিষদ এবং শিব সেনার তরফে প্রশিক্ষণ দেওয়া হয়। দুই দলের ক্যাডারদেরই এই বাবরি পরিকল্পনার বাস্তবায়নের জন্য কাজে লাগানো হয়। আরএসএস-এর প্রশিক্ষণে গড়ে তোলা হয় বলিদানি জাঠ বা আত্মঘাতী স্কোয়াড।

ওয়েবসাইটে এও দাবী করা হয় যে বাবরি অভিযানের এই ক্যাডাররা যখন শপথ গ্রহণ করেছিলেন তখন এল কে আদবানী, মুরলী মনোহর যোশী,অশোক সিংঘল,গিরিজা কিশোর এবং আচার্য ধর্মেন্দ্র সহ বিশ্বের বেশ কয়েকজন ধর্মগুরুও উপস্থিত ছিলেন।

ওয়েবাসাইটে বলা হয়েছে, একটা সময়ে যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং জানতে পারেন ৬ ডিসেম্বর ওই বিতর্কিত বাবরি ইমারতে হামলা শুরু হয়েছে তিনি পদত্যাগ দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এইচ ভি সেশাদ্রী এবং মুরলী মনোহর যোশী কল্যাণ সিংকে রাজি করান যতক্ষণ না অযোধ্যার ওই মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে ততক্ষণ কোনও পদক্ষেপ না নিতে।

যদিও বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে এই কোবরা পোস্টের স্টিং সম্প্রচার বন্ধ করার জন্য আর্জি জানানো হয়েছে। ভোট শান্তিপূর্ণ রাখতেই এই আবেদন জানানো হয়েছে বিজেপির তরফে।

English summary
Cobrapost sting : demolition of Babri was planned,Advani, Narsimha Rao knew about plan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X