For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গণতন্ত্রকে আরও মজবুত করবে সাম্প্রতিক পরিস্থিতির শান্তিপূর্ণ আন্দোলন ', ফের সরব প্রণব মুখোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

উপলক্ষ্য ছিল নির্বাচন কমিশনের আয়োজিত প্রথম সুকুমার সেন মেমোরিয়াল লেকচর ঘিরে অনুষ্ঠান। আর সেখানে দাঁড়িয়ে প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি তথা প্রাক্তন কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় ফের একবার সরব হয়েছেন বর্তমান পরিস্থিতিতে দেশের গণতন্ত্র নিয়ে। সিএএ ঘিরে গোটা দেশ জুড়ে যেভাবে আন্দোলন চলছে ,তার প্রেক্ষিতে এদিন ক্ষমতাশীল রাজনীতির আস্ফালন প্রসঙ্গে একাধিক বক্তব্য রাখেন প্রণব মুখোপাধ্যায়।

প্রবণের 'পাঠ'!

প্রবণের 'পাঠ'!

গণতন্ত্র নিয়ে এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রণব মুখোপাধ্যায় বলেন, ' ভারতীয় গণতন্ত্র বারবার পরীক্ষিত হয়েছে। সকলের সহমত এই গণতন্ত্রের মজ্জায় রয়েছে।' এরপরই তিনি বলেন ,শালীনতা দিয়েই একমাত্র ক্ষমতাশীল রাজনৈতিক আস্ফলনের মোকাবিলা করা যায়। আর তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কাকে , কোন বার্তা দিতে চাইছেন।

গত কয়েক মাসের ঘটনা প্রসঙ্গ ও প্রণব

গত কয়েক মাসের ঘটনা প্রসঙ্গ ও প্রণব

প্রণব মুখোপাধ্যায় বলেন, 'গত কয়েক মাসে আমাদের দেশে দেখা গিয়েছে নিজের বক্তব্য প্রকাশ করতে মানুষ রাস্তায় নেমেছে। বিশেষত যুব সমাজ। আর এই সমস্ত দিকই খুব জরুরি।'

 শান্তিপূর্ণ আন্দোলন ও দেশ প্রসঙ্গে প্রণবের বক্তব্য

শান্তিপূর্ণ আন্দোলন ও দেশ প্রসঙ্গে প্রণবের বক্তব্য

এদিনের সভায় প্রণব মুখোপাধ্যায় বলেন, ' আমি বিশ্বাস করি বর্তমান পরিস্থিতিতে শান্তি পূর্ণ প্রতিবাদ যা গোটা দেশে ছড়িয়ে পড়েছে আরও একবার দেশের গণতন্ত্রকে মজবুত করবে। ' আর এমন বার্তার দ্বারাই ফের একবার প্রণব মুখোপাধ্যায় স্পষ্ট করে দেন যে সিএএ ঘিরে আন্দোলনের বিষয়ে তিনি কোন অবস্থান নিয়েছেন।

গণতন্ত্র কী? জানালেন প্রণব

গণতন্ত্র কী? জানালেন প্রণব

এদিনের সভায় দেশ জুড়ে আন্দোলন প্রসঙ্গে আরও স্পষ্ট করে নিজের মতবাদ ব্যখ্যা করেছেন প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেন, গণতন্ত্র আসলে শোনা, বক্তব্য রাখা, আলোচনা করা, তর্ক করা ও প্রতিবাদ করার মধ্য দিয়ে বেঁচে থাকে। আর অই বক্তব্যের মধ্য দিয়েই তিনি সাম্প্রতিক সময়ে নাগরিকত্ব ইস্যু ঘিরে আন্দোলন প্রসঙ্গে তাঁর নিজের অবস্থান আরও পরিষ্কার করে দিয়েছেন।

English summary
Democracy Thrives On Listening, Arguing, Dissent says Pranab Mukherjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X