For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনসমক্ষে ধূমপানে নিষেধ করায় এক যুবককে পিষে মারল আইআইটি প্রফেসরের গুণধর ছেলে

ধূমপান নিয়ে গোলমালের জেরে এক যুবককে পিষে মারল দিল্লির আইআইটি প্রফেসরের ছেলে। ঘটনাটি ঘটেছে এআইআইএমএস- উড়ালপুলে।

  • |
Google Oneindia Bengali News

স্বচ্ছ্বল পরিবারের জন্মালে অনেকেই ভাবেন আইন নিজের হাতে নেওয়ার ক্ষমতা রয়েছে। বড়লোক বাবার বাউন্ডুলে ছেলেদের এমন ভুরিভুরি ঘটনা এদেশে রয়েছে। সেখানে সংযোজিত হল আর একটি ঘটনা। ধূমপান নিয়ে গোলমালের জেরে এক যুবককে পিষে মারল দিল্লির আইআইটি প্রফেসরের ছেলে। ঘটনাটি ঘটেছে এআইআইএমএস- উড়ালপুলে।

জনসমক্ষে ধূমপানে নিষেধ করায় এক যুবককে পিষে মারল আইআইটি প্রফেসরের গুণধর ছেলে

পুলিশ জানিয়েছে, নিহতের নাম গুরপ্রীত সিং (২১)। তিনি পাঞ্জাবের বাসিন্দা হলেও দিল্লিতে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করতেন। বুধবার রাতে বন্ধু মনিন্দর সিংকে নিয়ে রাতে ফুটপাতের উপরে একটি ফটোগ্রাফি প্রোজেক্ট করতে বের হন।

জানা গিয়েছে, গুরপ্রীত ও মনিন্দর রাতে সফদরজঙ্গ এনক্লেভের কাছে একটি রাস্তার পাশে দোকানে খেতে গেলে সেখানে উপস্থিত হয় রোহিত কুমার মাহান্ত নামে অভিযুক্ত। সে গুরপ্রীতের মুখে সিগারেটের ধোয়া ছাড়ে। সেই দেখে প্রতিবাদ জানালে উল্টে রোহিত নানা কুকথা বলে হুমকি দেয় বলে অভিযোগ।

এরপরে গুরপ্রীত ও মনিন্দর বাইক নিয়ে বেরিয়ে গেলে নিজের ফোর্ড ফিগো চারচাকা গাড়ি নিয়ে তাঁদের পিছু ধাওয়া করে রোহিত। এবং উড়ালপুলের উপরে উঠে পিছন থেকে বাইকে ধাক্কা মেরে গাড়ি ঘুরিয়ে পালিয়ে যায়। গুরপ্রীতকে হাসপাতালে আনা হলে সেখানে তাঁর মৃত্যু হয়েছে। এদিকে মনিন্দরের শরীরে গুরুতর চোট রয়েছে। একটি পা ভেঙে গিয়েছে। তিনি হুইলচেয়ার নিতে বাধ্য হয়েছেন।

পুলিশ জানিয়েছে, রোহিত দিল্লি আইআইটি-র এক প্রফেসরের ছেলে। তাকে গ্রেফতার করার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে পরে খুন ও খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

English summary
A tiff over smoking in public led a motorist to mow down 2 youths on a bike, leaving one of them dead.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X