ভয়াবহ বায়ুদূষণের কারণে বড়সড় জিডিপি সঙ্কটে দিল্লি, ক্ষতির মুখে একাধিক প্রতিবেশী রাজ্য
দিন যত গড়াচ্ছে ততই যেন সমার্থক শব্দ তালিকায় ঢুকে পড়ছে দূষণ-দিল্লি। শীত পড়তেই বিগত কয়েক বছরে ভয়াবহ দূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী। চলতি বছরেও তার অন্যথা নেই। এমতাবস্থা মাত্রাছাড়া দূষণের কারণেই গত বছর ভয়াবহ অর্থনীতিক ক্ষতির সম্মুখীন হয়েছে দিল্লি, এমনটাই জানাচ্ছে সদ্য প্রকাশিত ল্যান্সেট রিপোর্ট।

দূষিত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে ভারত
এদিকে বিশ্ব মানচিত্রে ইতিমধ্যেই সর্বাধিক দূষিত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে পড়েছে ভারত। পাশাপাশি দূষিত শহরের নিরিখেও বিশ্বের একাধিক তাবড় তাবড় দেশকে পিছনে ফেলেছে দিল্লি। সদ্য প্রকাশিত ল্যান্সেট রিপোর্ট দেখা যাচ্ছে, গত বছর শুধুমাত্র বায়ুদূষণের কারণেই অকালে প্রাণ হারিয়েছেন শহরের একটা বড় সংখ্যক মানুষ। একইসাথে একাধিক ভয়াবহ রোগের কবলেও পড়ছেন হাজার হাজার মানুষ।

ভয় ধরাচ্ছে সদ্য প্রকাশিত ল্যান্সেট রিপোর্ট
এমতাবস্থায় দিল্লির সামগ্রিক দূষণের জেরে রাজ্য জিডিপিতে প্রায় ১.০৮ শতাংশ পারাপতন দেখা গিয়েছে বলে জানাচ্ছে ল্যান্সেট জার্নালের রিপোর্ট। অন্যদিকে উত্তরপ্রদেশে জিডিপি হ্রাসের হার প্রায় ২.১৫ শতাংশ। বিহারে এই হার ১.৯৫ শতাংশ। পাশাপাশি রাজস্থান ও মধ্যপ্রদেশে ১.৭০ শতাংশ পর্যন্ত জিডিপি-র পারাপতন দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে।

দূষণের কারণে কতটা প্রাভাবিত দিল্লির প্রতিবেশি রাজ্যগুলি ?
অন্যদিকে গৃহস্থলী ছাড়াও অন্যান্য পারিপার্শ্বিক ও বাইরের বায়ুদূষণের কারণেও দিল্লির রাজ্য জিডিপিতে বড়সড় ছাপ পড়ে বলে জানা যায়। শুধুমাত্র এই কারণেই রাজ্য জিডিপিতে ১.০৫ শতাংশ ক্ষতি হয় বলে জানা যায়। অন্যদিকে উত্তরপ্রদেশের ক্ষতির হার অন্যান্য সমস্ত রাজ্যকে পিছনে ফেলে দেয়। ছুঁয়ে ফেলে ১.৩৪ শতাংশের গণ্ডি। পাঞ্জাবে বায়ুদূষণের কারণে রাজ্যখাতে জিডিপি ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১.২২ শতাংশ।

দূষণের কারণে ভারতের সামগ্রিক জিডিপি ক্ষতির পরিমাণ কত ?
এদিকে গোটা দেশেরই সামগ্রিক পরিবেশ দূষণের কারণেই যে জিডিপি খাতে বড়সড় প্রভাব পড়ছে তাই যেন সদ্য প্রকাশিত জার্নালে বারবার বলতে চেয়েছেন ল্যান্সেটের গবেষকরা। কারণ শুধুমাত্র বায়ুদূষণেরই কারণে বড়সড় ক্ষতির মুখে পড়ছে দেশের উৎপাদন ব্যবস্থাও। পাশাপাশি বায়ুদূষণের কারণে জনস্বাস্থ্যের সামগ্রিক অবনতি ও একাধিক মারণব্যাধীর বাড়বাড়ন্তের কারণে দেশীয় জিডিপিতে ১.৩৬ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।

২০১৯ সালে বায়ু দূষণের কারণে প্রায় হারিয়েছেন ১৬ লক্ষের বেশি মানুষ
প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র ২০১৯ সালে ভারতে ১৬.৭ লক্ষ মানুষ শুধু মাত্র বায়ু দূষণের কারণে মারা যায়। যা ওই বছর দেশে মোট মৃত্যুর প্রায় ১৭.৮ শতাংশ বলেই জানা যাচ্ছে। পাশাপাশি ১৯৯০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিন দশকে গোটা ভারতেই প্রায় ১১৫.৩ শতাংশ পর্যন্ত দূষণের পরিমাণ বেড়েছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত পরিবেশবিদেরা।
