For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Delhi Weather: তাপমাত্রা নেমে ১.৯ ডিগ্রিতে! ঘন কুয়াশা-প্রবল শৈতপ্রবাহে কাঁপছে দিল্লি সহ উত্তর ভারত

দিল্লি সহ (Delhi Weather Today) গোটা উত্তর ভারত জুড়ে একেবারে জাঁকিয়ে ঠান্ডা। কুয়াশা এবং প্রবল শৈত প্রবাহে রীতিমত কাঁপছে মানুষ। প্রয়োজন ছাড়া রাস্তায় কমই বের হচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু ঘরেও স্বস্তি মিলছে না প্রবল ঠান্ডাতে

  • |
Google Oneindia Bengali News

Today Temperature in Delhi (দিল্লির তাপমাত্রা), Mausam Ki Jankari: দিল্লি সহ (Delhi Weather Today) গোটা উত্তর ভারত জুড়ে একেবারে জাঁকিয়ে ঠান্ডা। কুয়াশা এবং প্রবল শৈত প্রবাহে রীতিমত কাঁপছে মানুষ। প্রয়োজন ছাড়া রাস্তায় কমই বের হচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু ঘরেও স্বস্তি মিলছে না প্রবল ঠান্ডাতে। সিমলা (Shimla) সহ পার্বত্য রেঞ্জে রীতিমত হু হু কমছে তাপমাত্রার পারদ।

এই অবস্থায় একেবারে ঘন কুয়াশাতে (Dense Fog) ঢেকেছে দিল্লি সহ একাধিক অঞ্চল। যদিও বেলা বাড়তেই শহরের মধ্য পরিস্থিতি কিছুটা ঠিক হলেও প্রত্যেন্ত কিংবা জাতীয় সড়কে কার্যত দৃশ্যমানতা (Today Temperature) ব্যাপক ভাবে কমে গিয়েছে। এমনটাই জানা যাচ্ছে।

সতর্কবার্তা জারি করা হয়েছে

সতর্কবার্তা জারি করা হয়েছে

ঘন কুয়াশা দিল্লি সহ একাধিক অঞ্চলকে একেবারে গ্রাস করেছে। এর সঙ্গেই চলছে প্রবল শৈত্য প্রবাহ। বিশেষ করে জাতীয় সড়কগুলিতে কুয়াশার কারণে গাড়ি অনেক ধীরে গতিতে চলছে। বিশেষ করে দ্বারকা, মহিপালপুর, বিমানবন্দর, নাজফগড়, ছত্তরপুর এবং বদরপুরের মতো অনেক এলাকায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসনের তরফেও একাধিক সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুয়াশা এবং শৈত্যপ্রবাহ বজায় থাকবে

কুয়াশা এবং শৈত্যপ্রবাহ বজায় থাকবে

গত কয়েকদিনের তুলনায় কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে IMD -এর পূর্বাভাস অনুসারে, আজ রবিবার দিল্লির নুন্যতম তাপমাত্রা তিন ডিগ্রি রয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। অন্যদিকে দিল্লির সফদরজংয়ে তাপমাত্রা পৌঁছেছে 1.9°C। অন্যদিকে আগামী ২৪ ঘন্টায় ৮ থেকে ১১ কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বইবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আজ রবিবারও মৌসম ভবনের তরফে ওরেঞ্জ অ্যালার্ট (Orange Alert) জারি করা হয়েছে। আগামী এক সপ্তাহ এই অবস্থায় জারি থাকবে বলেও জানানো হয়েছে। একাধিক জায়গাতে ঘন কুয়াশা এবং শৈতপ্রবাহ জারি থাকবে বলেও জানানো হয়েছে।

কুয়াশার কারণে বিমান এবং ট্রেন চলাচলে ব্যাহত

কুয়াশার কারণে বিমান এবং ট্রেন চলাচলে ব্যাহত

ঘগন কুয়াশার কারণে অনেকটাই সকালের দিকে কমে গিয়েছে দৃশ্যমানত্য। আর এর কারণে একাধিক ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এমনকি বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। এমনকি একাধিক ট্রেন কয়েক ঘন্টা দেরিতে চলছে বলে খবর। অন্যদিকে মৌসম অনুকুল না থাকার কারণে দিল্লি থেকে একাধিক বিমান উড়তে পারেনি। যার মধ্যে একাধিক ডোমেস্টিক এবং ইন্টারন্যাশানাল বিমান আছে বলেও খবর। তথ্য শেয়ার করে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে প্রায় ২০টি ফ্লাইট দেরিতে চলছে।

English summary
Temperature falls to 1.9 degree in delhi, cold wave felt in North india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X