নয়াদিল্লি বিধানসভা নির্বাচন ২০১৫ একনজরে, ভোটের হার ৬৭.০৮
নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : অপেক্ষার অবসান। আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। আজই নির্ধারন হবে দিল্লির শাসন ক্ষমতা কার হাতে যাচ্ছে। ঝাঁটা হাতে অরবিন্দ কেজরিওয়াল, যাঁকে কংগ্রেস-বিজেপি 'ভগোড়া' আখ্যা দিয়েছে। শেষমুহূর্তে বাম ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমর্থন পেয়েই শ্বান্তনা পেতে হয়েছে যে দলকে? নাকি বিজেপির মোক্ষক চাল প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদীর?
আরও পড়ুন : সমীক্ষা: ৪ জন পিছু ১ জন দিল্লি ভোটারের নাম অপসারণের প্রয়োজনীয়তা আছে
নাকি বিজেপি আর আপের লড়াইয়ে বাজি মারবেন কংগ্রেসের অজয় মাকেন। যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও বটে।

ভোটের হার কিন্তু এই নির্বাচনে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। গত বারে ৭০ টি বিধানসভা আসনে ১.২ কোটি ভোটারের ৬৬ শতাংশ মতদান করেছিলেন। সেবার কেজরিওয়ালের সমর্থনে মানুষ উজার করে দিয়েছিলেন। এবার কী সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন?
এখানে দেখুন সমস্ত লাইভ আপডেট
রাত ৮ টা : দিল্লির নির্বাচনে চূড়ান্ত ভোটের হার ৬৭.০৮ শতাংশ।
বিকেল ৫ টা ২০ মিনিট : বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়ল ৬৩ শতাংশ।
বিকেল ৪ টে ৪৭ মিনিট : বিকেল ৪ টে পর্যন্ত ভোট পড়ল ৫৫.৬৮ শতাংশ
দুপুর ৩টে ৪৭ মিনিট : ভোটের হার ৭০ শতাংশ পেরবে অনুমান মুখ্য নির্বাচন আধিকারিকের।
দুপুর ৩ টে ৪৪ মিনিট : বিকেল ৩ টে পর্যন্ত ভোট পড়ল ৫১.৪ শতাংশ।
দুপুর ৩ টে ৪০ মিনিট :
Priyanka Vadra & Robert Vadra cast their votes #DelhiVotes https://t.co/ToiqIm911w
— ANI (@ANI_news) February 7, 2015
দুপুর ৩ টে ৯ মিনিট : আপের বিরুদ্ধে ভোটের দিন ভোট কেনার অভিযোগ আনলেন কিরণ বেদী। প্রমাণ হিসাবে দেখালেন ভিডিও। অভিযোগ অস্বীকার করা হয়েছে আপের তরফে।
দুপুর ২ টো ৫৬ মিনিট : দুপুর ২ টো পর্যন্ত ভোট পড়ল ৪০ শতাংশ।
দুপুর ১ টা ৪৫ মিনিট : দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৫.৫ শতাংশ।
দুপুর ১২ টা ৫০ মিনিট :
I think BJP will win, I hope BJP wins : Maneka Gandhi #DelhiVotes pic.twitter.com/2ZIfuPy0Z2
— ANI (@ANI_news) February 7, 2015
দুপুর ১২ টা ২০ মিনিট :
Jodh Singh, 92, complained it took him over an hour to vote, lack of facilities for senior citizens #DelhiDecider pic.twitter.com/cJa8RVuRaz
— Jatin Anand (@JatinPaul) February 7, 2015
দুপুর ১২ টা ১০ মিনিট :
Voter turnout as of 11 am. Follow our #live updates - http://t.co/HBCl6k3DUs #DelhiDecider @DelhiConnect pic.twitter.com/T7C5KDg3zf
— The Hindu (@the_hindu) February 7, 2015
সকাল ১১ টা ৪৫ মিনিট : সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ১৯.৫৯ শতাংশ।
সকাল ১১ টা ৩৫ মিনিট : মদের বোতল গাড়িকতে রাখার জন্য মঙ্গলপুরীর বিজেপি প্রার্থী সুরজিৎ কুমারকে গ্রেফতার করল পুলিশ।
সকাল ১১ টা ২০ মিনিট :
Varun Gandhi casts his vote #DelhiVotes pic.twitter.com/DkX9k0lsod
— ANI (@ANI_news) February 7, 2015
সকাল ১০ টা ৪৬ মিনিট : সকাল ১০ টা পর্যন্ত ভোট পড়ল ৯.২৫ শতাংশ।
সকাল ১০ টা ৪০ মিনিট :
Delhi: AAP CM candidate Arvind Kejriwal casts his vote at BK Dutt Colony. #DelhiVotes pic.twitter.com/FzMCTV7n3n
— ANI (@ANI_news) February 7, 2015
সকাল ১০ টা ২৩ মিনিট :
LG Najeeb Jung casts his vote #DelhiVotes pic.twitter.com/2GDN92Hx7x
— ANI (@ANI_news) February 7, 2015
সকাল ১০ টা ১৭ মিনিট :
Congress Vice President Rahul Gandhi arrives at Aurangzeb lane polling booth to cast his vote #DelhiVotes pic.twitter.com/hLQnMxzAtq
— ANI (@ANI_news) February 7, 2015
সকাল ১০ টা ২ মিনিট :
AAP's Manish Sisodia wating outside Padav Nagar polling booth to cast his vote #DelhiVotes pic.twitter.com/C7Zu816mKi
— ANI (@ANI_news) February 7, 2015
সকাল ৯ টা ৫৫ মিনিট :
Congress President Sonia Gandhi arrives at Nirman Bhawan polling booth to cast her vote #DelhiVotes pic.twitter.com/8o86ztPFJV
— ANI (@ANI_news) February 7, 2015
সকাল ৯ টা ৪৫ মিনিট :
Congress President Sonia Gandhi arrives at Nirman Bhawan polling booth to cast her vote #DelhiVotes pic.twitter.com/8o86ztPFJV
— ANI (@ANI_news) February 7, 2015
সকাল ৯ টা ৪৩ মিনিট :
Congress's Ajay Maken waits outside Rajouri Garden polling booth to cast his vote #DelhiVotes pic.twitter.com/qpbYR9f3RL
— ANI (@ANI_news) February 7, 2015
সকাল ৯ টা ৪০ মিনিট : সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়ল ৫.৪৬ শতাংশ।
সকাল ৯ টা ৩৫ মিনিট :
AAP's Alka Lamba casts her vote #DelhiVotes pic.twitter.com/XzYyITv3gc
— ANI (@ANI_news) February 7, 2015
সকাল ৯ টা ১০ মিনিট : ভোটদান করলেন কিরণ বেদী।
Delhi is going to vote for development, appeal voters to come out and vote: Kiran Bedi,BJP CM candidate #DelhiVotes pic.twitter.com/xjsBjv4Eft
— ANI (@ANI_news) February 7, 2015
সকাল ৮ টা ৪৮ মিনিট : প্রধানমন্ত্রীর থেকে বিকাশ মিলবে, আমার থেকে সুরক্ষা, মহিলাদের সুরক্ষা, দেশের সুরক্ষা, আসুন একসঙ্গে দিল্লির বিকাশ করি: কিরণ বেদী
সকাল ৮ টা : শুরু হল ভোটগ্রহণ।
সকাল ৭ টা ৪০ মিনিট :
People stand in a queue outside Mayur Vihar polling booth,voting to begin shortly #DelhiVotes pic.twitter.com/n6gRRuITAu
— ANI (@ANI_news) February 7, 2015
সকাল ৭ টা ৩৭ মিনিট :
President Pranab Mukherjee visits polling booth at the President's Estate #DelhiVotes pic.twitter.com/TRPEODEbJn
— ANI (@ANI_news) February 7, 2015
সকাল ৭ টা ৩৪ মিনিট :
BJP candidate from Mangolpuri Surjeet Kumar's car was seized last night,was allegedly filled with liquor #DelhiVotes pic.twitter.com/rTf64lJAft
— ANI (@ANI_news) February 7, 2015
সকাল ৭ টা ১৫ মিনিট :
Security tightened at Krishna Nagar polling booth #DelhiVotes pic.twitter.com/qzTDUO4hZR
— ANI (@ANI_news) February 7, 2015
সকাল ৭ টা ১০ মিনিট :
Delhi Assembly polls : Security tightened at Nirman Bhawan polling booth #DelhiVotes pic.twitter.com/HVObyn70Sy
— ANI (@ANI_news) February 7, 2015