For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে লাল টি শার্ট পরে পুলিশের দিকে গুলি করে এগিয়ে যাওয়া ব্যক্তি আসলে কে! মিলল পরিচিতি

  • |
Google Oneindia Bengali News

সোমবার থেকেই উত্তাপের আগুন ছড়াতে থাকে দিল্লিতে। শাহিনবাগে যে বিক্ষোভ স্বব্ধ হয়ে যায় তা ফর একবার জ্বলে ওঠে জাফরাবাদ ও মৌজপুরে। আর মঙ্গলার মৌজপুরের গুলি চালানোর ঘটনায় আততায়ীর নাম এল প্রকাাশ্যে।

আট রাউন্ড গুলি

আট রাউন্ড গুলি

জানা গিয়েছে সোমবারের হিংসায় ৮ রাউন্ড গুলি চালিয়েছে জনৈক শাহরুখ নামের এক ব্যক্তি। পুলিশ এই আততায়ীকে হেফাজতে নিয়েছে বলে খবর। উল্লেখ্য় সকাল থেকেই এই এলাকায় বিক্ষোভের আগুল জ্বলছিল। ট্রাম্পের সফরের সময়েই অগ্নিগর্ভ হয়ে ওঠে দিল্লির মৌজপুর। আর সেখানেই গুলি চালনার মতো ঘটনা ঘটে যায়।

কীভাবে প্রকাশ্যে এলে শাহরুখের নাম

জান গিয়েছে, একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে লাল টি শার্ট পরে শাহরুখ নামের ওই আততায়ী গুলি করতে করতে এগিয়ে যায়। আর এই গুলি ছিল পুলিশ কর্মীদের বিরুদ্ধে। প্রসঙ্গত, মৌজপুরের ঘটনায় সোমবার নিহত হয়েছেন ২ জন। এক পুলিশ কনস্টেবলের মৃত্যু সংবাদ এসেছে।
একজন ডিজিপি পদাধীকারী আহত হয়েছেন।

 অগ্নিগর্ভ দিল্লি

অগ্নিগর্ভ দিল্লি

বিকেল থেকে সন্ধ্যে গড়াতেই দিল্লি জুড়ে পরিস্থিতি আরও বেশি খারাপ হতে থাকে। খুজেরি , চান্দবাগ, জাফরাবাদ, মৌজপুরে সংঘর্ষ শুরু হয়। পুলিশকে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। গোটা ঘটনায় ৫০ জন আহত হয়েছেন বলে খবর।

English summary
Delhi violence, Man caught on camera who shot eight rounds of bullets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X