For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রণক্ষেত্র দিল্লিতে 'রবিনহুড'-এর ভূমিকায় বাংলার দাপুটে নেতা অধীর চৌধুরী! বঙ্গসন্তান কোন 'কাজ' করলেন

রণক্ষেত্র দিল্লিতে 'রবিন হুড'-এর ভূমিকায় বাংলার দাপুটে নেতা অধীর! বঙ্গসন্তান কোন 'কাজ' কের দেখালেন

  • |
Google Oneindia Bengali News

মুর্শিদাবাদে তাঁর আর এক পরিচিতি 'রবিনহুড' হিসাবে। বাংলার দাপুটে এই সাংসদ বহু সময়েই বিপদকালে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কয়েকদিন আগেও যখন পশ্চিমবঙ্গে সিএএ বিক্ষোভ ঘিরে রীতিমতো আগুন জ্বলেছিল বাংলায় ,তখন উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষদের হিংসার রাস্তা ছাড়ার বার্তা দেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। বোঝাতে শুরু করেন সাধরাণ মানুষকে। আর দিল্লির হিংসাতেও কার্যত একইভাবে 'রবিনহুড' এর ভূমিকায় অধীর চৌধুরী।

দিল্লি দাঙ্গায় বাঙালির সাহায্যে বাঙালি সাংসদ !

দিল্লি দাঙ্গায় বাঙালির সাহায্যে বাঙালি সাংসদ !

বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী এবার দিল্লিতে আটকে পড়া বাঙালিদের সাহায্যে এগিয়ে এলেন। সেখানে বিধ্বংসী দাঙ্গায় টানা ৩ দিন ধরে না খেতে পেয়ে সংকটে ছিলেন ১১ জন বাঙালি। তাঁরা উত্তরপূর্ব দিল্লির গণ্ডা এলাকায় আটকে ছিলেন। খবর পান মুর্শিদাবাদের সাংসদ অধীর চৌধুরী।

 বহরমপুরের সাংসদ দিল্লিতে কী করে দেখালেন!

বহরমপুরের সাংসদ দিল্লিতে কী করে দেখালেন!

১১ জনের সংকটাবস্থার খবর পেতেই অধীর চৌধুরী মুহূর্তে যোগাযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর সঙ্গে। এরপরই পুলিশ ওই আটকে পড়া ১১ জনেক উদ্ধার করে। এদিকে,তড়িঘড়ি দিল্লি থেকে কলকাতার ট্রেনে তাঁদের ফেরার বন্দোবস্ত করে দেন অধীর।

 এই ১১ জন দিল্লিতে কেন আসেন?

এই ১১ জন দিল্লিতে কেন আসেন?

জানা গিয়েছে , সাামান্য রুজি রোজগার বাড়াতেই মুর্শিদাবাদ থেকে দিল্লিতে আসেন ওই ১১ জন । এঁরা সকলেই শ্রমিক পরিবারের। রোজগার আরও বাড়িয়ে নতুন স্বপ্ন নিয়ে রাজধানীর পথে পা রাখেছিলেন এঁরা। তবে শেষে সমস্ত কিছু দুঃস্বপ্নের দাঙ্গার কালো ধোঁয়া কেড়ে নিয়ে যায়।

 ১১ জনের পরিবারের প্রতি অধীরের বার্তা

১১ জনের পরিবারের প্রতি অধীরের বার্তা

অধীর চৌধুরী এই আটকে পড়া ১১জনকে কলকাতার ট্রেনে তুলে দিয়ে টুইটারে বার্তা দেন, ' দিল্লী দাঙ্গায় আটকে পড়া ১১ জন নওদার মানুষকে উদ্ধার করে গত রাতে দিল্লী-কলকাতা ট্রেনে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি, আতঙ্কিত পরিবারের সকলকে বলবো আপনাদের লোকেরা বাড়ি ফিরছে, চিন্তা নেই।'

বিচারপতি মুরলিধরের সম্মতিতেই দিল্লি থেকে বদলি! রবিশঙ্করের মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গেবিচারপতি মুরলিধরের সম্মতিতেই দিল্লি থেকে বদলি! রবিশঙ্করের মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে

English summary
Delhi Unrest , how Congress Leader Adhir Chowdhury rescued 11 people,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X