ঠাণ্ডায় কাঁপছে দিল্লি, ৬ বছরে তাপমাত্রার রেকর্ড পারাপতন
ডিসেম্বরের মাঝামাঝিতেই হাড় কাঁপানো ঠাণ্ডায় পুরোপুরি জবুথবু দিল্লিবাসী। এদিন ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে জেগে উঠে দিল্লিবাসী। গত ছয় বছরের রেকর্ড ভেঙে সর্বনিম্নে তাপমাত্রা নামতে দেখা গেল দিল্লিতে। চলতি সপ্তাহের সোমবার মৌসম ভবন জানিয়েছিল এবার প্রবল শীতে কাঁপতে চলেছে দেশের রাজধানী। আর সেই পূর্বাভাসই সত্যি হল বৃহস্পতি বার সকালে।

গত দুদিনে দিল্লীর সর্বোচ্চ ও সর্বনিম্নের মধ্যে তাপমাত্রার ফারাক ছিল ৫.৪ ডিগ্রী। মঙ্গলবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আর দিনের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের মত পরিস্থিতি ছিল বুধবারও। রোদ না ওঠায় হুহু করে নামছিল তাপমাত্রা। গত ছয় বছরে দিল্লির তাপমাত্রা এতটা নামেনি।
পাশাপাশি উত্তরভারতের একাধিক রাজ্যে তুষারপাত ও বৃষ্টি চলবে বলে জানা গেছে। যার জেরে আগামীতে রাজধানীর তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২২ শে ডিসেম্বর ঝোড়ো হাওয়া সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাজধানীতে।