For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখের যুদ্ধ এখন দেশের বাজারে! চিনা পণ্য বর্জনের ডাক দিয়ে বিশেষ শর্ত বণিক সমাজের

Google Oneindia Bengali News

গালওয়ান সংঘাতের পর থেকে দেশজুড়ে উঠেছে চিনা দ্রব্য বর্জনের ডাক। সেই প্রতিবাদে সামিল দেশের ব্যবসায়ীরাও। সারা ভারত ব্যবসায়ী সংগঠন নামে দিল্লিতে স্থিত এক বণিক সভা এবার এই বিষয়ে জানাল, যে দেশের তারকাদের সর্বপ্রথম চিনা পণ্য বর্জন করা উচিৎ। তাহলেই সানন্দে তাঁরাও চিনা পণ্য বিক্রি করা বন্ধ করবেন।

চিনকে কোণঠাসা করতে ভারতের উদ্যোগ

চিনকে কোণঠাসা করতে ভারতের উদ্যোগ

লাদাখে ভারত-চিন সংঘর্ষের পরই চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা করছে ভারত৷ নাম প্রকাশে অনিচ্ছুক চার আধিকারিক বলেন, অ্যান্টি-ডাম্পিং অ্যাকশনের দিকে তাকিয়ে কমপক্ষে ১০০টি চিনা পণ্য৷ ৫জি বাজারের মতো বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্পে চিনা সংস্থাগুলির অংশগ্রহণ-সহ ভবিষ্যতে চিনের বিনিয়োগকেও নিষিদ্ধ করা হতে পারে৷

চিনা পণ্য বর্জনের ডাক

চিনা পণ্য বর্জনের ডাক

ব্যবসায়ীরাও চিনের বিরুদ্ধে৷ ৭০ মিলিয়ন স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স চিনা পণ্যের ব্যবহারে বয়কট করার প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন করছে ৷ এমনই জানালেন কনফেডারেশনের ন্যাশনাল সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল৷

অর্থমন্ত্রক ও বাণিজ্যমন্ত্রকের নির্দেশ

অর্থমন্ত্রক ও বাণিজ্যমন্ত্রকের নির্দেশ

পাশাপাশি, অর্থমন্ত্রক ও বাণিজ্যমন্ত্রক উভয়ই চিনা পণ্যের রমরমার উপর পদক্ষেপ করতে শুরু করেছে৷ কারণ তা দেশীয় শিল্পগুলির ক্ষতি করছে৷ চিনের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করল ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। কেন্দ্রের তরফে বিএসএনএলকেও চিনা পণ্য ব্যবহার করে আপগ্রেডেশন বন্ধ করতে বলেছে কেন্দ্র।

সেনার পাশে গোটা দেশ

সেনার পাশে গোটা দেশ

এরই মধ্যে দিল্লির ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন গোটা দেশ চিন সেনার বর্বর আক্রমণের প্রতি প্রতিবাদে গর্জে উঠেছে। শহিদ জওয়ানদের পরিবারের সঙ্গে সমব্যাথী। তাই চিনা আগ্রাসন ও তাদের সামরিক বাহিনীর বার্তা দিতে সবার এগিয়ে আসা উচিত।

সেলিব্রিটিদের উদ্দেশে বণিকদের বার্তা

সেলিব্রিটিদের উদ্দেশে বণিকদের বার্তা

বণিক সমাজ দেশের বিনোদন ও ক্রীড়া জগতের তাবড় ব্যক্তিত্ব, অমিতাভ বচ্চন, এমএস ধোনি, শচিন তেণ্ডুলকর এবং অক্ষয় কুমারকে আবেদন জানিয়েছ, যাতে চিনা পণ্যের প্রচারে এগিয়ে না আসেন তাঁরা। জানা গিয়েছে, এই সংগঠনের ছাতার তলায় প্রায় ৭ কোটি বণিক অর ৪০ হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান। তারা একটা তালিকা তৈরি করেছে। সম্ভাব্য কোন চিনা পণ্য বয়কটে প্রচার বাড়তে পারে ভারতীয় প্রযুক্তির।

<strong>যে সকল এলাকায় ভারতকে আক্রমণ করতে পারে চিন! একনজরে দেখে নিন এলএসি-র সেই অঞ্চলগুলি</strong>যে সকল এলাকায় ভারতকে আক্রমণ করতে পারে চিন! একনজরে দেখে নিন এলএসি-র সেই অঞ্চলগুলি

English summary
Delhi Traders Ready To Boycott Chinese Goods amid India CHina Face off, asks celebrities to not endorse chinese products
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X