For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৩ শতাংশেরও বেশি মানুষের শরীরে তৈরি হয়ে গিয়েছে করোনা অ্যান্টিবডি, আশার দিশা দেখাল সেরো সার্ভে

২৩ শতাংশেরও বেশি মানুষের শরীরে তৈরি হয়ে গিয়েছে করোনা অ্যান্টিবডি, আশার দিশা দেখাল সেরো সার্ভে

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ যখন হু হু করে বাড়ছে দেশে। ঠিক তখনই দিল্লিতে সেরো সার্ভে আশার পথ দেখাল। দিল্লিতে নাকি ২৩ শতাংশ মানুষের শরীরে তৈরি হয়ে গিয়েছে করোনা অ্যান্টিবডি। দিল্লির সিংহভাগ মানুষের শরীরে করোনা ভাইরাসের কোনও উপসর্গ নেই। সংক্রামিত হলেও তাঁদের অজান্তেই সেটা শরীর থেকে চলে যাচ্ছে। ২৭ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত রাজধানীতে ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল সেরো সার্ভে করে।

কীভাবে হয়েছে সেরো সার্ভে

কীভাবে হয়েছে সেরো সার্ভে

রাজধানী দিল্লিতে সেরো সার্ভে চালায় ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল। ২৭ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত সেরো সার্ভে করা হয় ১১টি জেলায়। তাতে গণপরীক্ষা করা হয়। আইসিএমআর নির্ধারিত এলিসা টেস্টিং করা হয়। তাকে প্রকাশ্যে আসে তথ্য।

কী তথ্য প্রকাশ্যে এসেছে

কী তথ্য প্রকাশ্যে এসেছে

সেরো সার্ভেদে আশা জাগানো ফলাফল প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে দিল্লির সিংহভাগ করোনা আক্রান্ত রোগীর কোনও উপসর্গ নেই। বিপুল জনঘনত্বের দিল্লিতে ২৩.৪৮ শতাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাঁদের সকলের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। এমন করোনা আক্রান্ত রোগী রয়েছেন যাঁরা জানেনই না করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন।

দিল্লিেত বাড়ছে সংক্রমণ

দিল্লিেত বাড়ছে সংক্রমণ

করোনা সংক্রমণ বেড়ে চলায় উদ্বেগে রয়েছে দিল্লির কেজরিওয়াল সরকার। ভারতে যেখানে করোনা সংক্রমণ সাড়ে এগারো লাখ অতিক্রম করেছে। তারমধ্যে শুধু মাত্র দিল্লিতেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,২৩, ৭৪৭ জন তামিলনাড়ু, মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি।

করোনা বিধি আবশ্যিক

করোনা বিধি আবশ্যিক

আগামী ৬ মাস দিল্লি সহ গোটা দেশেই করোনা বিধি মেনে চলা বাধ্যতামূলক করা উচিত বলে মনে করছেন গবেষকরা। মাস্ক, স্যানিটাইজেশন, দূরত্ব বিধি মেনে বাইরে বেরনো আবশ্যিক করা উচিত বলে মনে করছেন তাঁরা।

দ্বিগুণ সুরক্ষা সহ ২৮দিনেই মানবদেহে অ্যান্টিবডি তৈরি! আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিনদ্বিগুণ সুরক্ষা সহ ২৮দিনেই মানবদেহে অ্যান্টিবডি তৈরি! আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন

English summary
Delhi Sero survey says 23 percent human body build up Coronavirus antibody
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X