For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিনে ৭,৪০০ ওপর করোনা কেস, এ বছর এখনও পর্যন্ত দৈনিক সর্বোচ্চ কেস দিল্লিতে

এ বছর এখনও পর্যন্ত দৈনিক সর্বোচ্চ কেস দিল্লিতে

Google Oneindia Bengali News

২০২১ সালে ফের করোনা ভাইরাস সংক্রমণ গত বছরের স্মৃতিকে তাজা করে দিচ্ছে। বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় জাতীয় রাজধানীতে নতুন করে ৭ হাজারের বেশি পজিটিভ কেস (‌৭,৪৩৭)‌ সনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২৪ জনের। দিল্লিতে সক্রিয় করোনা কেসের সংখ্যা মোট ৬,৯৮,০০৫–এর মধ্যে ২৩,১৮১টি। তবে ২০২১ সালে একদিনে সাত হাজারের ওপর নতুন করোনা কেস সর্বোচ্চ রেকর্ড করেছে।

একদিনে ৭,৪০০ ওপর করোনা কেস, এ বছর এখনও পর্যন্ত দৈনিক সর্বোচ্চ কেস দিল্লিতে

তবে দিল্লিতে ইতিমধ্যে ৮৩ হাজার সুবিধাভোগী কোভিড–১৯ ভ্যাকসিন ডোজ নিয়েছেন। বৃহস্পতিবারও সন্ধ্যা ৬ টা পর্যন্ত কমপক্ষে ৮৩,৪৩৭ জনকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লির স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৭২,২৬৭ জন সুবিধাভোগীকে প্রথম ডোজ এবং ১১,১৭০ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন ৪৫ থেকে ৫৯ বছর বয়সী ৪৭,৩৮২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। টিকাকরণের পর দু’‌টি প্রতিকূল ঘটনা সামনে এসেছে, তবে সেটা সামান্য।

সোমবার দিল্লি সরকার নির্দেশ দিয়েছে যে রাজধানীর এক–তৃতীয়াংশ সরকারি হাসপাতাল ৬ এপ্রিল থেকে সারাদিন ব্যাপী খোলা থাকবে। বৃহস্পতিবার ৭,৪৩৭টি কেস নিয়ে দিল্লিতে মোট করোনা ভাইরাসের কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৯৮,০০৫ এবং ২৪টি মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা ১১,১৫৭–তে দাঁড়িয়েছে। রাজধানীতে করোনা কেসের পজিটিভ হার বৃদ্ধি পেয়েছে ৮.‌১ শতাংশ, যা বুধবার ছিল ৬.‌১ শতাংশ।

গত ১৬ জানুয়ারি থেকে দিল্লিতে শুরি হওয়া টিকাকরণ কর্মসূচিতে স্বাস্থ্য কর্মী ও ফ্রন্টলাইন কর্মী মিলিয়ে মোট ৩.‌৬ লক্ষ সুবিধাভোগীদের টিকাকরণ করানো হয়েছে।

মুম্বইয়ে দৈনিক করোনা সংক্রমণ নামল ১০,০০০-র নীচে, মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত ৫৬, ২৮৬মুম্বইয়ে দৈনিক করোনা সংক্রমণ নামল ১০,০০০-র নীচে, মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত ৫৬, ২৮৬

English summary
Over 7,000 new infections in Delhi, the highest one-day infection so far this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X