For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে বেডের জন্য হাহাকার, পাঁচতারা হোটেলে কোভিড সুবিধা পাবেন হাইকোর্টের বিচারপতিরা

পাঁচতারা হোটেলে কোভিড সুবিধা পাবেন হাইকোর্টের বিচারপতিরা

Google Oneindia Bengali News

দিল্লি হাইকোর্টের অনুরোধ শুনে রাজ সরকার পাঁচতারা সুবিধাযুক্ত অশোক হোটেলকে ১০০ রুমের কোভিড স্বাস্থ্য কেন্দ্র করার নির্দেশ দিল। তবে তা সাধারণ মানুষের জন্য নয়, বরং বিচারপতি ও আদালতের বিচার বিভাগীয় কর্মী ও তাঁদের পরিবারদের জন্য এই সুবিধা। এই কোভিড কেন্দ্রটি পরিচালনা করবে চাণক্যপুরির প্রাইমাস হাসপাতাল। রবিবারই চাণক্যপুরির উপ–মহকুমা শাসক গীতা গ্রোভার এই নির্দেশ দেন। প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের মধ্যে দিল্লির একাধিক হাসপাতালে বেড ও অক্সিজেনের অভাব লক্ষ্য করা গিয়েছে। অক্সিজেন না পেয়ে মৃত্যু হয়েছে বহু কোভিড রোগীর। সেখানে বিচারপতিদের এই সুবিধা দেওয়ায় সকলেরই ভ্রুকুটি একটু বাঁকা হয়েছে।

ভারতে করোনা ভ্যাকসিনের 'স্টক' কোন রাজ্যে কেমন, প্রকাশ্যে তথ্য ভারতে করোনা ভ্যাকসিনের 'স্টক' কোন রাজ্যে কেমন, প্রকাশ্যে তথ্য

বিচারপতি ও তাঁদের পরিবারের জন্য কোভিড পরিষেবা কেন্দ্র

বিচারপতি ও তাঁদের পরিবারের জন্য কোভিড পরিষেবা কেন্দ্র

একদিকে যখন বিচারপতি ও তাঁর পরিবারদের জন্য বিলাসবহুল ব্যবস্থা অন্যদিকে জাতীয় রাজধানীতে কোভিড রোগীরা হাসপাতালের বেড ও অন্যান্য পরিষেবা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। কোভিড সঙ্কটের বিষয়ে আবেদনের শুনানি চলাকালীন হাইকোর্ট নিজেই একাধিক বিষয় পর্যবেক্ষণ করে কেন্দ্র ও দিল্লি সরকারের সমালোচনা করেছে। গত ২২ এপ্রিল হাসপাতালে বেড সঙ্কট নিয়ে বিচারপতি বিপিন সাংঘী লক্ষ্য করেছেন, '‌এবার চারগুণ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। মানুষ হাসপাতালে বেড পাচ্ছেন না। রাস্তার সাধারণ মানুষের কথা ভুলে যান এমনকী আমিও যদি বেডের জন্য হাসপাতালে যাই, আমিও তা সহজে পাব না।'‌

 দিল্লিতে করোনা পরিস্থিতি

দিল্লিতে করোনা পরিস্থিতি

সোমবার দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০,২০১ জন, যার মধ্যে পজিটিভ কেসের হার ৩৫ শতাংশ এবং মৃত্যু হয়েছে ৩৮০ জনের। এসডিএম গ্রোভারের আদেশে বলা হয়েছে, '‌দিল্লি হাইকোর্টের থেকে পাওয়া অনুরোধ অনুযায়ী দিল্লি হাইকোর্টের মাননীয় বিচারপতি ও অন্য আদালতের কর্মী ও তাঁদের পরিবারের জন্য কোভিড স্বাস্থ্য কেন্দ্র সুবিধা গঠন করা হল। ১০০ ঘরযুক্ত অশোক হোটেলে এই সুবিধা গঠন করা হল। এটি পরিচালনা করবে চাণক্যপুরির প্রাইমাস হাসপাতাল।'‌ যদিও এ বিষয়ে দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল মনোজ জৈন কোনও মন্তব্য করেননি।

 খবর নিশ্চিত করেছে উপ–মহকুমা শাসক

খবর নিশ্চিত করেছে উপ–মহকুমা শাসক

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে গ্রোভার এই খবর নিশ্চিত করে বলেছেন, '‌এই সুবিধাগুলি হোটেলে তৈরি করতে কমপক্ষে এই সপ্তাহের শেষের দিক হয়ে যাবে। এটা শুধুমাত্র বিচারপতি, হাইকোর্টের কর্মী ও তাঁদের পরিবারের জন্য তৈরি করা হয়েছে, যেমনটা আদেশে উল্লেখ রয়েছে।'‌

আগেও অন্য হোটেলে কোভিড সুবিধা

আগেও অন্য হোটেলে কোভিড সুবিধা

অশোক হোটেল ভারত সরকার কর্তৃক গৃহীত ভারত পর্যটন বিকাশ কর্পোরেশন লিমিটেডের মালিকানাধীন এবং পরিচালিত। কিছুদিনের জন্য এই সম্পত্তি পরিচালনা করার জন্য আইটিডিসি বেসরকারি কোনও সংস্থাকে খুঁজছে। এর আগেও কোভিড রোগীদের বেড সংখ্যা বৃদ্ধির কারণে এর আগেও শহরের ২টি হোটেলকে কাজে লাগানো হয়েছিল। এগুলি সবই অর্থ দিয়ে সুবিধা পাওয়ার পদ্ধতি ছিল, তবে একাধিক উপসর্গ যুক্ত রোগীদের এখানে ভর্তি করা হত না। প্রত্যেক রুমে অক্সিজেনের ব্যবস্থা ছিল।

 আদেশের পর প্রস্তুতি নিচ্ছে অশোক হোটেল

আদেশের পর প্রস্তুতি নিচ্ছে অশোক হোটেল

রবিবারের আদেশের পর হোটেল কর্মীদের প্রোটেকটিভ গিয়ার ও প্রাথমিক প্রশিক্ষণ দেওয় হবে। রুম, হাউসকিপিং, জীবাণুমুক্ত এবং খাবার সহ সব পরিষেবা হোটেল থেকে দেওয়া হবে রোগীদের। হাসপাতাল কর্তৃক চার্জ সংগ্রহ করা হবে, যা হোটেল প্রদান করবে। বায়োমেডিক্যাল বর্জ্য অপসারণের দায়িত্ব থাকবে হাসপাতালের। প্রাইমাস হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসক, নার্স এবং অন্যান্য প্যারামেডিক্যাল কর্মীদের হাসপাতাল তাদের নিজস্ব খরচে হোটেলেই রাখবে। তবে হোটেলের সঙ্গে খরচ নিয়ে চূড়ান্ত কথা বলার পর। অন্যান্য হোটেলের সঙ্গে হাসপাতালকে যুক্ত করার পূর্ববর্তী আদেশ অনুসারে, হাসপাতাল প্রতিদিন প্রত্যেক রোগীর জন্য, এর সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল কর্মী ও নার্সিং কর্মীদের খাওয়া-দাওয়া বাবদ পাঁচ হাজার করে দেবে।

English summary
delhi scrambles for beds hc gets ashoka hotel as its own covid facility
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X