নেহরুর গালে সুন্দরীর চুম্বন, ছবির ভুল ব্য়াখ্যা করতে গিয়ে বিপাকে বিজেপি-র জোটসঙ্গী বিধায়ক
নেহরুর চরিত্র নিয়ে প্রচার করতে গিয়ে নিজেই ভুল করলেন এনডিএ-র সঙ্গী শিরোমনি অকালি দলের বিধায়ক। দিল্লির বিধায়ক মনজিন্দার সিরসা ভারতীয় জাতীয় কংগ্রেসের নায়ককে নিয়ে প্রচার করতে গিয়েই ভুল করেন। ছবিতে দেখা যাচ্ছে এক মহিলা নেহরুকে পিছন থেকে ধরে গালে চুম্বন করছেন। ছবিটি টুইট করেন ওই বিধায়ক।

নেহরুর সঙ্গে ভাগ্নী
যে ছবিটি দিল্লির এনডিএ-র সঙ্গী শিরোমনি অকালি দলের বিধায়ক মনজিন্দার সিরসা টুইট করেছেন, তা নেহরুর ভাগ্নী নয়নতারা সেহগলের। ছবিটি ১৯৫৫ সালের লন্ডন বিমানবন্দরের। নেহরু সেখানে পৌঁছনোর পর জড়িয়ে ধরেছিলেন নয়নতারা। তাদের ডানদিকে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি হলেন, বিজয়লক্ষ্মী পণ্ডিত। ব্রিটেনে তৎকালীন ভারতের রাষ্ট্রদূত।

নেতাজির সঙ্গে তুলনা
শিরোমনি অকালি দলের বিধায়ক নেহরুকে তুলনা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে।

আগে ভুল করেছিল বিজেপি
এর আগেই নেহরুকে কালিমালিপ্ত করতে বিজেপির আইটি সেলের তরফে অমিত মালব্য ছবিটি শেয়ার করেছিলেন।
|
সোশ্যাল মিডিয়ায় টার্গেটে নেহরু
শুধু এবারই নয়, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এর আগেও সোশ্যাল মিডিয়ায় টার্গেট হয়েছেন। শুধু ভুয়ো ছবিই নয়,
কথোপকথনের অংশ তুলে ধরেও নেহরুকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে।