For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির তাপমাত্রা আগেকার সব রেকর্ডকে ভাঙল! এবার ধূলো ঝড়ের সতর্কবার্তা আবহাওয়া দফতরের

দিল্লিতে (delhi) তাপপ্রবাহ (heatwave) আগেকার সব রেকর্ডকে ভেঙে দিল। এদিন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস পেরিয়া যায়। যার জেরে জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে। মূলত গরম এবং শুষ্ক পশ্চিমী বায়ুর কারণেই এই পরিস্থি

Google Oneindia Bengali News

দিল্লিতে (delhi) তাপপ্রবাহ (heatwave) আগেকার সব রেকর্ডকে ভেঙে দিল। এদিন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস পেরিয়া যায়। যার জেরে জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে। মূলত গরম এবং শুষ্ক পশ্চিমী বায়ুর কারণেই এই পরিস্থিতি।

দিল্লির দুটি জায়গায় তাপমাত্রা ৪৯ ডিগ্রির ওপরে

দিল্লির দুটি জায়গায় তাপমাত্রা ৪৯ ডিগ্রির ওপরে

এদিন রাজধানীর দুটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রির ওপরে ছিল। উত্তর-পশ্চিম দিল্লির মুঙ্গেশপুরে পারদ ছিল ৪৯.২ ডিগ্রি সেলসিয়াসে আর নাজফগড়ে তাপমাত্রা ছিল ৪৯.১ ডিগ্রি। এছাড়া স্পোর্টস কমপ্লেক্সে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮.৪ ডিগ্রি সেলসিয়াস, জাফরপুরে ৪৭.৫ ডিগ্রি সেলসিয়াস, পীতামপুরায় ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস এহং রিডে ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস। আয়াননগরে ৪৬.৮ ডিগ্রি সেলসিয়াস, পালামে ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াস, লোধী রোডে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 দিল্লির বেস স্টেশনে রেকর্ড তাপমাত্রা

দিল্লির বেস স্টেশনে রেকর্ড তাপমাত্রা

দিল্লির বেস স্টেশন, সফদরজং অবজারভেটরিতে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয় ৪৫.৬ ডিগ্রি সেলিসিয়াস। যা কিনা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। যা এখনও পর্যন্ত এবছরের মধ্যে সর্বোচ্চ। এবছরে এর আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০২০-র ২৭ মে সফদরজং অবজারভেটরির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস।

 প্রতিবেশী গুরগাঁওয়েও বেড়েছে তাপমাত্রা

প্রতিবেশী গুরগাঁওয়েও বেড়েছে তাপমাত্রা

প্রতিবেশী গুরগাঁওয়ে এদিন তাপমাত্রা ছিল ৪৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৬৬-র ১০ মের পর থেকে সর্বোচ্চ। সেদিন এই তাপমাত্রা পৌঁছেছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াসে। এদিন ঝাঁসিতে ৪৭.৪ ডিগ্রি, রাজস্থানের চুরুতে ৪৭.২ ডিগ্রি এবং গঙ্গানদরে তাপমাত্রা ৪৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

সাধারণভাবে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং স্বাভাবিকের থেকে কমপক্ষে ৪.৫ ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহ ঘোষণা করা হয়। স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৬.৪ ডিগ্রি বেশি হলে তীব্র তাপপ্রবাহর ঘোষণা করা হয়। তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়ে গেলেও তীব্র তাপপ্রবাহ ঘোষণা করা হয়। কোনও এলাকায় তখনই তাপপ্রবাহ ঘোষণা করা হয়, যখন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রির ওপরে যায়।

সোমবার থেকে স্বস্তি মিলতে পারে

সোমবার থেকে স্বস্তি মিলতে পারে

আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্জাব ও হরিয়ানার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা প্রাকবর্ষার বৃষ্টিকে সক্রিয় করবে। এর জেরে সোমবারের পাশাপাশি মঙ্গলবারেও এই তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে পারে। তবে সোমবার দিল্লিতে বজ্রঝড় কিংবা ধূলিধড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
দিল্লিতে এপ্রিলে গড় বৃষ্টিপাত ১২.২ মিমি হলেও এবার সেখানে ০.৩ মিলি বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে মার্চে গড়ে ১৫.৯ মিমি বৃষ্টিপাত হলেও এবার কোনও বৃষ্টিই হয়নি।

পুলিশ খুঁজে পেল না রাজস্থানের মন্ত্রীর ছেলেকে, দরজায় ধর্ষণ মামলার নোটিশপুলিশ খুঁজে পেল না রাজস্থানের মন্ত্রীর ছেলেকে, দরজায় ধর্ষণ মামলার নোটিশ

English summary
Delhi's maximum temperature crises 49 degrees, weather office preducts relief from monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X