For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ ২৪ ঘণ্টায় মারাত্মক আকার নিল দিল্লির করোনা পরিস্থিতি, কেজরিওয়াল নিজে জানালেন ভয়াবহ পরিসংখ্যান

শেষ ২৪ ঘণ্টায় মারাত্মক আকার নিল দিল্লির করোনা পরিস্থিতি, কেজরিওয়াল নিজে জানালেন ভয়াবহ পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই ভয়াবহতার দিকে এগিয়ে যেতে শুরু করেছে দিল্লির করোনা পরিস্থিতি। এদিন নিজেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, রাজধানীর বুকে অপ্রতুল রয়েছে অক্সিজেন। ফলে তা সমস্যাজনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এদিন দিল্লির করোনা আক্রান্তের চিত্রপট তুলে ধরে কার্যত বড় বার্তা দেন অরবিন্দ কেজরিওয়াল।

শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কত

শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কত

দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে এবার ২৫ হাজারের দিকে। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন দিল্লিতে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার জন। যা নিঃসন্দেহে রাজধানীর করুণ করোনাচিত্রকে তুলে ধরে।

 নেই রেমডেসিভির, অভাব অক্সিজেনের

নেই রেমডেসিভির, অভাব অক্সিজেনের

কয়েকদিন আগেই দিল্লির বুকে বেডের অপ্রতুলতার খবর সামনে আসে। সেখানে একই বেডে দুই রোগীর চিকিৎসা হতে দেখা যায়। এমন করুণ পরিস্থিতির মাঝে অরবিন্দ কেজরিওয়াল সাফ জানান দিল্লিতে পর্যাপ্ত পরিমাণে নেই মেডিক্যাল অক্সিজেন ও রেমডেসিভির।

 আইসিইউয়ের পরিস্থিতি সংকটে!

আইসিইউয়ের পরিস্থিতি সংকটে!

খোদ মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে এদিন অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দেন যে দিল্লিতে আইসিইউয়ের সংখ্যা কম রয়েছে। নির্দিষ্ট পরিমাণ আইসিইউ নিয়েই দিল্লির প্রশাসন লড়ে যাচ্ছে বলে তিনি জানান। যাতে বেডের সংখ্যা বাড়ানো যায় তার দিকে এগিয়ে যাচ্ছে সরকার।

২ দিনে কোন টার্গেট সেন কেজরিওয়ালের?

২ দিনে কোন টার্গেট সেন কেজরিওয়ালের?

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাফ জানান যে আগামী ২ থেকে ৩ দিনে তাঁর সরকার ৬০০০ বেড আরও বাড়ানোর পথে এগোচ্ছে। কেজরিওয়াল জানান, 'কেউ জানেনা এই পিক কোথায় যাবে। গত নভেম্বরে কেন্দ্রীয় সরকার ৪১০০টি বেড দিয়েছে। এবার ১৮০০ বেড দেওয়া হয়েছে।' কেজরিওয়াল জানান, কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনকে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে তিনি ৫০ শতাংশ বেড কোভিড রোগীদের জন্য রিজার্ভ করেন।

খারাপ গুজরাতের পরিস্থিতি, প্রধান শহরগুলির মধ্যে আহমেদাবাদে কোভিড মৃত্যুর হার সর্বোচ্চখারাপ গুজরাতের পরিস্থিতি, প্রধান শহরগুলির মধ্যে আহমেদাবাদে কোভিড মৃত্যুর হার সর্বোচ্চ

English summary
Delhi records 24 thousand Corona cases in last 24 hours, says CM Arvind Kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X