For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিওয়ালির সন্ধ্যায় দিল্লিতে মাত্রা ছাড়াল দূষণ, বিষাক্ত বায়ুতে শ্বাস নেওয়া দায়

Google Oneindia Bengali News

দীপাবলিতে সকাল থেকে দূষণের চাদরে ঢেকেছে দিল্লির বিভিন্ন এলাকা। বেশিরভাগ এলাকায় বাতাসের গুণমান 'অত্যন্ত খারাপ' ক্যাটেগরিতে রয়েছে। বিমানবন্দর এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩২৮ এবং আর কে পুরমে ৩৫৪ রয়েছে বলে জানিয়েছে দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটি।

দিওয়ালির সন্ধ্যায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪১৪

দিওয়ালির সন্ধ্যায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪১৪

আজ সকালে বেশ কয়েকটি স্থানে এয়ার কোয়ালিটি ইনডেক্স 'মারাত্মক' এবং 'অত্যন্ত খারাপ' ছিল। আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪২৪ (গুরুতর), আইটিও-তে ৪০০ (খুব খারাপ) ছিল এয়ার কোয়ালিটি ইনডেক্স। সার্বিক ভাবে দিওয়ালির সন্ধ্যায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪১৪, অর্থাৎ সেটা 'গুরুতর'।

স্বাস্থ্যের উপর প্রভাব

স্বাস্থ্যের উপর প্রভাব

প্রসঙ্গত, ০-৫০ এর মধ্যে এয়ার কোয়ালিটি ইনডেক্স ভালো হিসেবে চিহ্নিত করা হয়, ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ মাঝারি, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ খুব খারাপ এবং ৪০১-৫০০ গুরুতর হিসাবে বিবেচিত হয়। বিশেষজ্ঞদের মতে, এয়ার কোয়ালিটি ইনডেক্স গুরুতর হলে তখন তা মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং রোগে আক্রান্তদের প্রভাবিত করে।

রাজধানীতে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে

রাজধানীতে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে

রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স দীপাবলিতে 'গুরুতর' হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি। এদিকে বাতাসে প্রচুর ধোঁয়াশার কারণে রাজধানীতে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে হাঁপানি বা শ্বাসকষ্টের মতো অন্যান্য অসুস্থতায় ভুগছেন এমন লোকদের ঘর থেকে কাজ করা উচিত।

<strong>বিহার থেকে শিক্ষা নিলেন মমতা, ২৭ শতাংশ ভোটকে পাখির চোখ করে ২ লক্ষ বাইক দেওয়ার ঘোষণা</strong>বিহার থেকে শিক্ষা নিলেন মমতা, ২৭ শতাংশ ভোটকে পাখির চোখ করে ২ লক্ষ বাইক দেওয়ার ঘোষণা

English summary
Delhi recorded an overall Air Quality Index of 414 in Diwali, falling in the severe category
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X