For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিংসায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে দিল্লি পুলিশ! করা হল জুম্মার নমাজের ব্যবস্থাও

Google Oneindia Bengali News

দিল্লিতে হিংসায় জড়িতদের চিহ্নিত করার সবরকম উবায় অবলম্বন করছে পুলিশ। এমনটাই জানালেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার এসএন শ্রীবাস্তব। শুক্রবার তিনি সাংবাদিকদের আরও জানান, সব দোষীদের সাস্তি দেওয়া হবে। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে আম আদমি পার্টি থেকে সদ্য বহিষ্কৃত নেতা তাহির হুসেন সম্পর্কে তিনি আলাদা করে কিছু বলতে চাননি।

'সব দোষীদের ধরা হবে'

'সব দোষীদের ধরা হবে'

আজ সাংবাদিকরা তাহিরকে নিয়ে প্রশ্ন করলে দিল্লির বিশেষ কমিশনার বলেন, 'আমি বিশেষ কোনও ব্যক্তি বা মামলার প্রসঙ্গ তুলে কথা বলব না। আমি সার্বিক ভাবে বলতে পারি যে আমরা আইনত সব দোষীদের সাস্তি সুনিশ্চিত করব। যেই ব্যক্তিরাই হিংসার সঙ্গে জড়িত তাদেরকেই ধরে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব।'

গত ৬০ ঘন্টায় কোনও হিংসার ঘটনা ঘটেনি দিল্লিতে

গত ৬০ ঘন্টায় কোনও হিংসার ঘটনা ঘটেনি দিল্লিতে

তিনি আরও বলেন, 'গত ৬০ ঘন্টার মধ্যে কোনও হিংসার ঘটনা ঘটেনি। আজ শুক্রবার জুমার নামাজের আমরা ব্যবস্থা করেছি। আমাদের বিস্তৃত প্রচার কর্মসূচির মাধ্যমে আমরা সবার কাছে পৌঁছে যাচ্ছি। জনগণের সঙ্গে কথা বলার মাধ্যমে আমরা জানতে পারি যে সকলেই শান্তি চায়। আমরা স্বাভাবিকতার দিকে দ্রুত এগিয়ে চলেছি। শান্তি কমিটির বৈঠকে প্রত্যেকেই বলেছেন যে তারা শান্তি বজায় রাখতে কাজ করবেন।'

শতাধিক মামলা দায়ের দিল্লিতে

শতাধিক মামলা দায়ের দিল্লিতে

এরপর তিনি বলেন, 'দাঙ্গা ও হত্যায় জড়িত ঘটনার প্রেক্ষিতে আমরা শতাধিক মামলা দায়ের করেছি। আমরা ক্রাইম ব্রাঞ্চের অধীনে দুটি এসআইটি গঠন করেছি এবং এই তদন্তের ভার জেলা পুলিশ আধিকারিকদের উপর থাকবে।'

দিল্লিতে প্রাণ হারিয়েছেন ৪২, জখম ৩০০

দিল্লিতে প্রাণ হারিয়েছেন ৪২, জখম ৩০০

সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে শুরু হওয়া দিল্লির হিংসায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪২। জখম ৩০০-রও বেশি। এই অবস্থায় দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতেই বৃহস্পতিবার সন্ধ্যায় এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিদায়ী পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক ও বিশেষ কমিশনার (আইন শৃঙ্খলা) এসএন শ্রীবাস্তব। বৈঠকে পুলিশের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে দিল্লিতে গত ৩৬ ঘণ্টায় আক্রান্ত এলাকায় কোনও বড় ঘটনা ঘটেনি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, পরিস্থিতির দিকে নজর রেখে শুক্রবার ১০ ঘণ্টার জন্য ১৪৪ ধারায় শিথিল করা হয়।

দিল্লি পুলিশ কমিশনার বদল

দিল্লি পুলিশ কমিশনার বদল

এদিকে পাকাপাকি ভাবে দিল্লি পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত হবেন এসএন শ্রীবাস্তব। এর আগে দিল্লির উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ পুলিশ কমিশনার হাসিবে তাঁকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সেই পদে আসীন হওয়ার দুই দিনের মধ্যেই পাকাপাকি ভাবে দিল্লি পুলিশের কমিশনার পদে বসতে চলেছেন তিনি। প্রসঙ্গত, সিপি অমূল্য পট্টনায়েক শনিবার অবসর নিচ্ছেন।

English summary
delhi police to take steps against miscreants, arrangements made for friday's prayers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X