For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যুর ঘটনা : অবশেষে পুলিশি জেরার মুখে পড়তে পারেন মেহর তরার

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১২ মার্চ : অবশেষে পুলিশি জেরার মুখে পড়তে পারেন পাকিস্তানি সাংবাদিক মেহর তরার। সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যুর ঘটনায় এবার মেহরকে জেরা করতে পারে দিল্লি পুলিশ।

"প্রয়োজন পড়লে মেহর তরারকে জিজ্ঞাসাবাদ করা হবে", দিল্লি পুলিশ কমিশনার বিএস বাসীকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

সুনন্দা পুষ্কর রহস্যমৃত্যুর ঘটনা : অবশেষে পুলিশি জেরার মুখে পড়তে পারেন মেহর তরার


মারা যাওয়ার আগের দিন সুনন্দার সঙ্গে পাকিস্তানি ওই সাংবাদিকের ঝামেলা হয়েছিল। সেই কারণে পাকিস্তানি সাংবাদিককে জেরা করতে চান তদন্তকারীরা। ওই সাংবাদিক মেহের তারার তদন্তে অনেকটা সাহায্য করতে পারেন বলে তদন্তকারীদের অনুমান। দিল্লির পুলিশ কমিশনার বি এস বাসি বলেন, "মেহর মৃত্যু রহস্যে আলোকপাত করতে পারেন, যা তদন্তকারীদের কিনারায় পৌঁছতে সাহায্য করবে।"

এর আগে এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেহর পুলিশকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিলেও এখন বেঁকে বসেছেন তিনি। ভারতে আসতে নারাজ এমনটাই জানিয়েছেন মেহর। তাঁকে জেরা করতে হলে তদন্তকারীদের পাকিস্তানে তাঁর শহরে যেতে হবে বলেও জানিয়েছেন তিনি।

২০১৪ সালের ১৭ জানুয়ারি কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুরের স্ত্রী সুনন্দা পুষ্করকে দক্ষিণ দিল্লির একটি পাঁচতারা হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তে জানা গিয়েছে, শরীরে বিষক্রিয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে। তবে কী ভাবে এবং কী কারণে এমন ঘটনা ঘটেছিল তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে।

এই বিষয়ে সুনন্দার স্বামী শশী তারুরকেও একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে তাঁকে আরও এক বার পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে।

English summary
Delhi Police may question Mehr Tarar in Sunanda Pushkar death probe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X