আপ নেতা তাহির হুসেনের কারখানায় তালা দিল দিল্লি পুলিশ
বুধবার উত্তর পূর্ব দিল্লির এক জঞ্জালের স্তুপ থেকে উদ্ধার করা হয় আইবি দপ্তরের কর্মী অঙ্কিত শর্মার দেহ৷ তাই নিয়ে জাফরাবাদ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনায় নাম উঠে আসে আম আদমি পার্টির নেতা তাহির হুসেনের নাম। দিল্লি পুলিশ বৃহস্পতিবারই উত্তর–পূর্ব দিল্লির খাজোরি খাস এলাকায় আপ নেতার কারখানায় তালা ঝোলায়।

বুধবার আইবি অফিসারের দেহ উদ্ধার হয় চাঁদবাগ এলাকা থেকে। বিজেপি নেতা কপিল শর্মাও আপ নেতার নাম জড়ায় এই কাণ্ডে। তিনি আরও জানিয়েছেন যে তাহির হুসেনের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের যোগাযোগ রয়েছে। কপিল শর্মা টুইটারে বলেন, 'খুনি হলেন তাহির হুসেন। তিনি শুধু অঙ্কিত শর্মাকেই নয় আরও চারজনকে খুন করেছে। তাদের মধ্যে তিনজন মারা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে তাহির হুসেন অন্য মুখ ঢাকা দুষ্কৃতিদের সঙ্গে লাঠি, পাথর, কার্তুজ ও পেট্রোল বোম নিয়ে ঘুরছে। তাহির হুসেন ক্রমাগত কেজরিওয়াল ও আপ নেতাদের নাম নিচ্ছিল।’

অঙ্কিত শর্মার বাবার অভিযোগ, আপের নেতা তাহির হুসেনের সমর্থকরাই তাঁর ছেলে অঙ্কিতকে হত্যা করেছে৷ শুধু তাই নয়, প্রথমে বেধড়ক মারা হয়েছে তাঁর ছেলেকে৷ তারপর তাঁর ছেলের মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার গুলিও করা হয়েছে৷ যদিও, এ সবই অনুমান, দেহ এখন ময়না তদন্তে পাঠানো হয়েছে।