For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

The Wire -এর প্রতিষ্ঠাতা সম্পাদকের বাড়িতে তল্লাশি দিল্লি পুলিশের! বাজেয়াপ্ত ফোন-ল্যাপটপ

সর্বভারতীয় নিউজ পোর্টাল The Wire -এর সম্পাদকের বাড়িতে হানা দিল দিল্লি পুলিশ। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য সম্প্রতি এই নিউজ পোর্টালটির বিরুদ্ধে অভিযোগ করেন। আর এরপরেই সোমবার সন্ধ্যায় The Wire -এর প্রতিষ্ঠাতা সম্পাদ

  • |
Google Oneindia Bengali News

সর্বভারতীয় নিউজ পোর্টাল The Wire -এর সম্পাদকের বাড়িতে হানা দিল দিল্লি পুলিশ। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য সম্প্রতি এই নিউজ পোর্টালটির বিরুদ্ধে অভিযোগ করেন। আর এরপরেই সোমবার সন্ধ্যায় The Wire -এর প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বরদারাজনের বাড়িতে তল্লাশি চালালেন তদন্তকারী আধিকারিকরা।

এছাড়াও ডেপুটি এডিটর এম কে বেনুর বাড়িতেও তল্লাশি চলে বলে জানা যাচ্ছে। আর এই খবর সামনে আসার পরেই সমালোচনার ঝড়। অন্যদিকে জানা গিয়েছে, দীর্ঘ তল্লাশিতে সিদ্ধার্থ বরদারাজন এবং এম কে বেনুর ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত দিল্লি পুলিশের তদন্তকারী দল করেছে বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা ফোন ও ল্যাপটপ তদন্তের জন্যে পাঠানো হবে। তবে তল্লাশি চালানো হলেও কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি বলে জানা যাচ্ছে।

অভিযোগ করেন অমিত মালব্য

অভিযোগ করেন অমিত মালব্য

সম্প্রতি The Wire -এর প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন অমিত মালব্য। যেখানে মিথ্যা খবর ছাপা, জালিয়াতি সহ একাধিক অভিযোগ করা হয়। এমনকি তাঁকে কালিমালিপ্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। পোর্টালের বিরুদ্ধে দেওয়ানী এবং ফৌজদারি মামলা চালাবেন বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। যা নিয়ে সরগরম রাজ্য- রাজনীতি।

এমনকি একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়।

এমনকি একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে The Wire অমিত মালব্যের বিরুদ্ধে একটি খবর প্রকাশ করে। যেখানে দাবি করা হয় মেটা প্লার্টফর্মে বিজেপি নেতা বেশ কিছু সুবিধা ভোগ করেন। এমনকি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই ওই সুবিধা পান বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়। শুধু তাই নয়, 'প্রভাব' খাটিয়ে ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে অনেক পোস্ট ডিলিট করিয়ে দেন বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়। আর এরপরেই পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মালব্য। এমনকি একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়।

খবর সরিয়ে নিয়েছে বলেই দাবি

খবর সরিয়ে নিয়েছে বলেই দাবি

যদিও The Wire - ইতিমধ্যে প্রকাশিত ওই খবর সরিয়ে নিয়েছে বলেই দাবি। যদিও অমিত মালব্যে প্রতিষ্ঠাতা সম্পাদক স্ফ একাধিকের নাম অভিযোগে জানান। বলে রাখা প্রয়োজন, একাধিকবার The Wire বিতর্কের কেন্দ্রে এসেছে। সাহসী সাংবাদিকতার জন্যে প্রশংসাও করুয়েছে এই সংবাদমাধ্যম। এর আগে মোদী ঘনিষ্ঠ রিলায়েন্সের বিরুদ্ধে চাঞ্চল্যকর খবর ফাঁস করে দ্য ওয়ার। যা নিয়ে একাধিক জটিলতা তৈরি হয়। কিন্ত্য সরে আসেনি তাঁরা কখনও। লাগাতার সরকার বিরোধী একের পর এক খবর প্রকাশ করেছে ওই সংবাদমাধ্যম। আর সেটাই বিজেপির ভয়ের কারণ বলে কটাক্ষ বিরোধীদের।

বাপ্পি লাহিড়ীর 'জিমি জিমি আজা আজা' গান গাইছে চিনের মানুষ! কারণ আশ্চর্য করবেই বাপ্পি লাহিড়ীর 'জিমি জিমি আজা আজা' গান গাইছে চিনের মানুষ! কারণ আশ্চর্য করবেই

English summary
Delhi Police Crime Branch visited the 'The Wire' office & seized relevant devices
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X