For Daily Alerts
ইন্ডিয়ান মুজাহিদিনের মোস্ট ওয়ান্টেড জঙ্গি গ্রেফতার দিল্লিতে
২০০৮ সালে গুজরাত ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ইন্ডিয়ান মুজাহিদিনের মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবদুল সুভান কুরেশিকে এদিন দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। মুজাহিদিন ছাড়াও সিমি সংগঠনের সঙ্গে সে যুক্ত ছিল।

দিল্লি পুলিশের বিশেষ দল কুরেশিকে গ্রেফতার করেছে। ২০০৮ সালে দেড় ঘণ্টার মধ্যে আহমেদাবাদে ১৬টি বিস্ফোরণ হয়। এর দায় ইন্ডিয়ান মুজাহিদিন নিয়েছিল। সেই ঘটনায় ৩৮ জনের প্রাণ গিয়েছিল। আহতও হয়েছিল ৪০ জনের মতো।
তারপর থেকেই পুলিশ ও গোয়েন্দারা সুভানের খোঁজে তল্লাশি চালিয়েছেন অনেক। তবে তাকে ধরা যায়নি। এর আগে ২০০৮ আহমেদাবাদ বিস্ফোরণের অন্যতম মূল অভিযুক্ত তৌসিক খানকে দুই সাগরেদ সহ বিহার পুলিশ গ্রেফতার করে। তবে কুরেশির নাগাল আগে পাওয়া যায়নি।