For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধুচক্র চালানোর অভিযোগে পুলিশের জালে এবার 'ইচ্ছাধারী বাবা'

৪৫ বছর বয়সী এই ধর্মগুরুকে মধুচক্র চালানো সহ নানা অপরাধের দায়ে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ধর্মগুরু বাবা রাম রহিমের বিরুদ্ধে ওঠা নক্কারজনক ধর্ষণের অভিযোগ ও তার জেরে বাবার সাজাপ্রাপ্তি নিয়ে উত্তাল দেশ। দেশের একটা বড় অংশ ক্রমাগত বাবার সমালোচনায় মুখর। এরই মধ্যে উঠে এল এক 'ইচ্ছাধারী বাবা'র নাম। ৪৫ বছর বয়সী এই ধর্মগুরুকে মধুচক্র চালানো সহ নানা অপরাধের দায়ে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে।

মধুচক্র চালানোর অভিযোগে পুলিশের জালে এবার 'ইচ্ছাধারী বাবা'

উল্লেখ্য , শিব নামে এই ইচ্ছাধারী বাবার বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ রয়েছে। ধৃতের পুরো নাম শিবমূর্তী দ্বিবেদী ওরফে স্বামী ভিমানন্দজি মহারাজ চিত্রকূটওয়ালে। সে নিজেকে ইচ্ছাধারী বাবা বলে পরিচয় দেয়। এদিকে, এছাড়াও এই বাবাজি রেলে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণাও করেছেন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, মধুচক্র সংক্রান্ত মামলায় ২০১০ সালেও এই বাবা গ্রেফতার হয়। তখন তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। সেই মামলার খরচ চালানোরক জন্য় বাবাজি প্রতারণার ব্য়াবসা ফেঁদে বসেন বলে অভিযোগ। এই প্রতারণার জালে পড়ে এক মহিলা পুলিশে অভিযোগ দায়ের করলে, বা শিব নামের ওই ব্যাক্তিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

English summary
olice have arrested a 45-year- old man who would dupe people on the pretext of getting them government jobs and then use the money for fighting a case lodged against him for allegedly running a sex racket here. Police said Shiva, alias Ichchhadhari Baba, was booked in 2010 under the stringent MCOCA in south Delhis Saket for allegedly running a high-profile sex racket and was out on bail.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X