দিল্লির বিধ্বংসী আগুনের পরে গ্রেফতার ২, বেপাত্তা মালিক! এখনও নিখোঁজ বহু, বেশ কয়েকটি আপডেট একনজরে
শুক্রবার দিল্লির (Delhi) বিধ্বংসী অগ্নিকণ্ডে (fire) এখনও পর্যন্ত ২৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বিধ্বংসী আগুন লাগা পশ্চিম দিল্লির মুন্দকার ৪ তলা বাড়িটি থেকে। এই ঘটনায় বেশ কয়েকজন এখনো নিখোঁজ বলেই দাবি করা হচ্ছে। পলাতক বাড়ির মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একনজরে এই ঘটনার পেশ কয়েকটি আপডেট।

নিহতদের পরিচয় জানায়নি পুলিশ
এখনও এই অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় জানায়নি পুলিশ। আহতদের ভর্তি করানো হয়েছে সঞ্জয় গান্ধী হাসপাতালে। পুলিশ জানিয়েছে বাড়িটি থেকে ৫০ জনকে উদ্ধার করা হলেও, বেশ কয়েকজন এখনও নিখোঁজ। ফলে ঘটনাস্থল থেকে আরও বেশ কয়েকজনের দেহ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। দমকলের তরফে জানানো হয়েছে বিকাল ৪.৪০-এর দিকে আগুনের খবর পাওয়ার পরে সেখানে ২৪ টি ফায়ার টেন্ডার যায়। মৃত ও আহতদের পরিবারের সদস্যরা পরিজনকে খুঁজতে রাতেই সঞ্জয় গান্ধী হাসপাতালে ভিড় করেন।

প্রাণ বাঁচাতে নিচে ঝাঁপ
দিল্লির দমকলের তরফে আগুনে আটকে পড়াদের উদ্ধারে ক্রেন মোতায়েন করা হয়। তবে আগুনের ধোঁয়া পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন প্রাণ বাঁচানোর আশায় জানলা দিয়ে ঝাঁপ দেন। কেউ কেউ আবার দড়িও ব্যবহার করেন। অগ্নিকাণ্ডের সময় দ্বিতীয় তলে একটি অনুষ্ঠানে যোগ দিতে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। সেখানেই বেশিরভাগের মৃত্যু হয়। বহুতলে একটি মাত্র সিঁড়ি থাকায় .সেখান থেকে অনেকেই পালাতে পারেননি।

আগুন ছড়িয়ে প্রথম তল থেকে, গ্রেফতার ২
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (আউটার) সমীর শর্মা জানিয়েছেন, বহুতলের প্রথম তলে আগুন প্রথম লাগে। সেখানে সিসিটিভি ক্যামের ও রাউটার উৎপাদনকারী সংস্থার অফিস রয়েছে। কোম্পানির মালিক হরিশ গোয়েল ও বরুণ গোয়েলকে গ্রেফতার করা হয়েছে। এই বহুতলের জন্য দমকলের ছাত্রপত্র ছিল না বলে জানিয়েছেন পুলিশ। বহুতলের মালিককে মনীশ লাকড়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। পলাতক ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
দিল্লির অগ্নিকাণ্ডে বহু মনুষের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মতো অনেকেই। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগুনে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।