For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি নাশকতার আশঙ্কায় রাজধানীতে জারি অ্যালার্ট! ৩১ অক্টোবর কী ঘটতে চলেছে

আজ থেকেই রাজধানী দিল্লিতে জারি হয়ে গিয়েছে চূড়ান্ত সতর্কতা। আগামী ৪৮ ঘণ্টার জন্য রাজধানী দিল্লিতে জারি হয়ে গিয়েছে সতর্কতা।

  • |
Google Oneindia Bengali News

আজ থেকেই রাজধানী দিল্লিতে জারি হয়ে গিয়েছে চূড়ান্ত সতর্কতা। আগামী ৪৮ ঘণ্টার জন্য রাজধানী দিল্লিতে জারি হয়ে গিয়েছে সতর্কতা। কারণ, আগামী ৩১ অক্টোবর ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক দিন হিসাবে উঠে আসছে চলেছে। সেই দিনই জম্মু ও কাশ্মীর থেকে বিচ্ছিন্ন হয়ে লাদাখ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পথ চলা শুরু করবে।

৩১ অক্টোবর ঘিরে কেন জঙ্গি নাশকতার আশঙ্কা! রাজধানীতে জারি অ্যালার্ট

জম্মু ও কাশ্মীর থেকে লাদাখের এই ভিন্নভাবে পথ চলার দিনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা রয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, ৩১ অক্টোবর রাজধানী সহ একাধিক জয়াগায় নাশকাতার ছক কষছে পাকিস্তান আশ্রিত জঙ্গিরা। তাই দিল্লি জুড়ে জারি হয়ে গিয়েছে চরম সতর্কতা। নিরাপত্তাজনিত বিষয় নিয়ে আলোচনা করতে একটি বিশেষ বৈঠক ডাকা হয় দিল্লিতে। জানা গিয়েছে, বে কয়েকটি সরকারি দফতর ও এলাকা রয়েছে জঙ্গিদের নজরে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই গোরক্ষপুরের কাছে নেপাল সীমান্তে কয়েকজন জঙ্গির বসবাসের খবর মেলে গোয়েন্দাদের কাছে। গোয়েন্দাদের রিপোর্ট , অনুযায়ী নেপাল সীমান্ত দিয়ে ভারতে ৫ জন কুখ্যাত পাকিস্তানি প্রবেশ করতে পারে বলে সন্দেহ ভারতের। দিওয়ালি ঘিরে নাশকতার হামলার আশঙ্কার পর, এবার ৩১ অক্টোবর ঘিরে ফের পাক জঙ্গিদের নিয়ে আশঙ্কা রয়েছে ভারতীয় গোয়েন্দাদের।

 তৃণমূলে ফিরছেন শোভন, শীর্ষনেতৃত্বকে খোঁটা দিয়ে 'গোপন কথা' ফাঁস বিজেপি নেতার তৃণমূলে ফিরছেন শোভন, শীর্ষনেতৃত্বকে খোঁটা দিয়ে 'গোপন কথা' ফাঁস বিজেপি নেতার

English summary
Delhi on high alert ahead of Jammu and Kashmir Bifurcation .national capital is on high alert for the next 48 hours after security agencies received inputs of a possible act of terror ahead of J&K bifurcation on October 31.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X