For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের আতঙ্ক তাড়া করছে , দিল্লি-মুম্বই থেকে ঘরে ফেরার হুড়োহুড়ি পরিযায়ী শ্রমিকদের

লকডাউনের আতঙ্ক তাড়া করছে , দিল্লি-মুম্বই থেকে ঘরে ফেরার হুড়োহুড়ি পরিযায়ী শ্রমিকদের

Google Oneindia Bengali News

২০২০ সালের মে মাসের স্মৃতি তাড়া করে বেরাচ্ছে তাঁদের। ফের লকডাউন শুরু করেছে একাধিক রাজ্য। যদিও সেটা কেবল মাত্র রাতের মধ্যেই সীমাবন্ধ থাকছে। কিন্তু সেই ঘোষণাতেও আতঙ্কিত পরিযায়ী শ্রমিকরা। সেই দুর্বিসহ দিনের কথা কল্পনা করেই আগে থেকেই বাড়ি ফেরার তোরজোর শুরু করে দিয়েছেন দিল্লি, মুম্বইয়ের পরিযায়ী শ্রমিকরা। করোনা সংক্রমণ দেশে বেড়ে চলায় একাধিক রাজ্য লকডাউন ও নাইট কার্ফু শুরু করে দিয়েছে। শুরু হয়েছে একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞাও। তাই ফের আতঙ্কে ভুগতে শুরু করেছেন মুম্বই-দিল্লির পরিযায়ী শ্রমিকরা।

বাড়ছে করোনা সংক্রমণ

বাড়ছে করোনা সংক্রমণ

গোটা দেশে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিেয়ছে। ১ লক্ষ ছাড়িয়ে দৈনিক সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে। সংক্রমণের শীর্ষে রয়েছে সেই মহারাষ্ট্র। সংক্রমণ বাড়তে শুরু করেেছ মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাব, দিল্লিতেও। করোনা সংক্রমণ ভয়ঙ্কর আকার নেওয়া মহারাষ্ট্র সরকার আংশিক লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে। সেই পথে এবার হাঁটছে মধ্যপ্রদেশ দিল্লিও। কোথাও আবার নাইট কার্ফুও জারি হয়েছে।

লকডাউনের আতঙ্ক

লকডাউনের আতঙ্ক

একাধিক রাজ্য লকডাউন শুরু করায় আতঙ্কিত হয়ে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। এক বছর আগের দুঃসহ যন্ত্রণার স্মৃতি তাঁদের তাড়া করে বেরাচ্ছে। দিল্লি এবং মুম্বইয়ে ফের আংশিক লকডাউন ও নাইট কার্ফু জারি হওয়ায় সেখানকার পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরার তোরজোর শুরু করে দিয়েছেন। গতবারের মতো যাকে খাবার , জল ছাড়া অনাহারে কপর্দক শূন্য অবস্থায় দিন কাটাতে না হয় তার জন্য এবার আগে থেকেই সতর্ক তারা। দিল্লি মুম্বইয়ে যাঁরা কাজ করতে গিয়েছিলেন আবার তাঁরা ঘরে ফেরার তোরজোর শুরু করে দিয়েছেন। দুই শহরের বাস টার্মিনাস ও রেল স্টেশনে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

বিহারে ফিরছেন শ্রমিকরা

বিহারে ফিরছেন শ্রমিকরা

দিল্লিতে ইতিমধ্যেই নাইট কার্ফু জারি হয়ে গিয়েছে। রাত ১০টা থেকে পরের দিন সকাল ৬ পর্যন্ত জারি থাকছে নাইটকার্ফু। বিহারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন এবারের সংক্রমণ আরও ভয়ঙ্কর অবস্থা নেবে। তাই আগের থেকে আরও সতর্ক হতে হবে। সেই পথেই পরিকল্পনা করেই নাইড কার্ফু জারি করা হয়েছে। পরিস্থিতি দেখে আগে থেকেই বিহারে ফিরতে শুরু করেছেন দিল্লিতে কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকরা। তাঁরা জানিয়েছেন গতবারের অবস্থায় যাতে পড়তে না হয় সেকারণে আগে থেকেই সতর্ক হয়ে বাড়ি ফিরছেন।

মহারাষ্ট্রেও একই ছবি

মহারাষ্ট্রেও একই ছবি

এই মুহূর্তে করোনা সংক্রমণে দেশে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। পুণেদে ইতিমধ্যেই এক দফায় লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। উদ্ধব ঠাকরের ছেেল আদিত্য ঠাকরে এবং উদ্ধব ঠাকরের স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বলিউডের একের পর এক তারকা করোনা আক্রান্ত। শচিন তেন্ডুলকর করোনা কাটিয়ে সবে বাড়ি ফিরেছেন। মুম্বই শহরেও নাইট কার্ফু জারি করা হয়েছে। তবে লকডাউন নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু যেকোনও দিন সেটা জারি হতে পারে আশঙ্কা করে মুম্বই, পুণে সহ মহারাষ্ট্রের একাধিক শহর থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করেছেন।

English summary
Delhi, Mumbai Workers worried to about Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X