For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে লকডাউনের মেয়াদ বৃদ্ধি ৩ রা মে পর্যন্ত, অক্সিজেনের ঘাটতির মাঝে কেজরিওয়াল সরকারের নয়া ওয়েব-উদ্যোগে

দিল্লিতে লকডাউনের মেয়াদ বৃদ্ধি ৩ রা মে পর্যন্ত, অক্সিজেনের ঘাটতির মাঝে কেজরিওয়াল সরকারের নয়া ওয়েব-উদ্যোগে

  • |
Google Oneindia Bengali News

আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়াল দিল্লি। ফলে এখন ৩ মে পর্যন্ত রাজধানীতে কোভিডের জেরে এই লকডাউন চলবে। এদিকে, দিল্লিতে ক্রমাগত অক্সিজেনের চাহিদা বাড়তে শুরু করেছে। এমন এক পরিস্থিতিতে কেজরিওয়াল সরকার নিয়েছে বড় ব্যবস্থা।

দিল্লিতে অক্সিজেন নিয়ে পোর্টাল

দিল্লিতে অক্সিজেন নিয়ে পোর্টাল

দিল্লিতে অক্সিজেনের চাহিদার কথা মাথায় রেখে ওয়েব মাধ্যমে এবার বাসিন্দাদের পরিষেবা পাইয়ে দিতে নয়া বন্দোবস্ত চালু করল কেজরিওয়াল সরকার। কেজরিওয়াল সরকারের তরফে জানানো হয়েছে, নয়া পোর্টালের মাধ্যমে দিল্লিতে কতটা অক্সিজেন মজতুত রয়েছে তা জানা যাবে। দুঘণ্টা অন্তর অন্তর এই পোর্টার আপডেট হবে। যার সুবিধা পাবেন দিল্লিবাসী।

 লকডাউনের মেয়াদ বৃদ্ধি

লকডাউনের মেয়াদ বৃদ্ধি

এদিকে, দিল্লিতে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে কেজরিওয়াল সরকার। এর আগে ৬ দিনের লকডাউন ঘোষণা করেছিল দিল্লি সরকার। সেই লকডাউন ৩ রা মে পর্যন্ত কার্যকরী হবে। এর আগে ২৬ এপ্রিল সকাল ৫ টায় লকডাউন শেষ হওয়ার কথা ছিল। তবে তার মেয়াদ ফের বাড়াল দিল্লি সরকার।

 কেজরিওয়ালের বার্তা

কেজরিওয়ালের বার্তা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লিবাসীরা লকডাউনের পক্ষে রয়েছেন। সেখানে পজিটিভিটি রেট গত কয়েকদিনে ৩৬ থেকে ৩৭ শতাংশ হয়েছে। তবে এরপর থেকে না নেমেছে। এখন তা ২৯ শতাংশ হয়েছে। প্রসঙ্গত, এটি লকডাউনের ফলে হয়েছে বলেই ধরা হচ্ছে।

করোনার দ্বিতীয় স্রোত ভারতকে কাঁপিয়ে দিয়েছে, নিচ্ছে ধৈর্যের পরীক্ষা, বার্তা মোদীরকরোনার দ্বিতীয় স্রোত ভারতকে কাঁপিয়ে দিয়েছে, নিচ্ছে ধৈর্যের পরীক্ষা, বার্তা মোদীর

 দিল্লির করোনা গ্রাফ

দিল্লির করোনা গ্রাফ

প্রসঙ্গত, দিল্লিতে কোভিডের জেরে ৩৫৭ জনের মৃত্যুর খবর এসেছে গত ২৪ ঘণ্টায়। এদিকে দৈনিক আক্রান্ত রাজধানীতে শনিবারের রিপোর্টেও ২৪ হাজারের অঙ্কে। এদিকে, দেশের রাজধানীর বুকে করোনার জেরে অ্যাক্টিভ কেস ১ লাখের কাছে পৌঁছে গিয়েছে। দিল্লিতে মোট আক্রান্ত ৯৩ হাজার পেরিয়েছে।

English summary
Delhi lockdown extended till May 3 due to heavy Covid Surge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X