For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বাড়াবাড়ি রাজধানী জুড়ে, ফের দিল্লিতে বাড়ল লকডাউনের মেয়াদ

করোনার বাড়াবাড়ি রাজধানী জুড়ে, ফের দিল্লিতে বাড়ল লকডাউনের মেয়াদ

Google Oneindia Bengali News

ফের লকডাউনের মেয়াদ বাড়ানো হল দিল্লিতে। শনিবার টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে লকডাউন ৩ মে সোমবার শেষ হওয়ার কথা থাকলেও তা আরও এক সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

করোনার বাড়াবাড়ি রাজধানী জুড়ে, ফের দিল্লিতে বাড়ল লকডাউনের মেয়াদ


গত ১৯ এপ্রিল থেকে জাতীয় রাজধানী লকডাউনের আওতায় রয়েছে। দিল্লিতে আম আদমি পার্ট্‌র সরকার দৈনিক করোনা বৃদ্ধি ও ৩০ শতাংশ পজিটিভ হার বেড়ে যাওয়ার কারণে লকডাউনের সিদ্ধান্ত নেন। কেজরিওয়াল টুইটে বলেন, '‌দিল্লির লকডাউনের মেয়াদ এক সপ্তাহের জন্য বাড়ানো হল।’ গত রবিবারই মুখ্যমন্ত্রী টুইটে বলেছিলেন, '‌করোনা ভাইরাসের মারণ থাবা এখনও শহরে মারাত্মকভাবে ছড়াচ্ছে। নাগরিকরা জানিয়েছেন যে লকডান বাড়ানো হোক। তাই লকডাউনের মেয়দ এক সপ্তাহের জন্য বাড়ানো হল।’‌‌

শনিবার সকালে দিল্লিতে নতুন করে আক্রান্ত হন ২৭ হাজার জন এভং ৩৭৫ জনের মৃত্যু হয় গত ২৪ ঘণ্টায়। প্রসঙ্গত, টানা ১৩ দিন ধরে দিল্লিতে দৈনিক কেস ২০ হাজারের ওপরে দেখা দিয়েছে। শহরের সক্রিয় করোনা কেসের বোঝা প্রায় ১ লক্ষ, যা গত বছরের নভেম্বরের মাঝামাঝিতে ছিল ৪৪ হাজার, প্রায় দ্বিগুণ সক্রিয় করোনা কেস। করোনা কেসের বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিল্লিতে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। শহরের একাধিক হাসপাতালে অক্সিজেন, বেড ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। শনিবারই বাত্রা হাসপাতালে নতুন অক্সিজেন আসতে ৮০ মিনিট দেরি করায় মৃত্যু হয়েছে ১২ জনের। গত সপ্তাহে এই একই কারণের জন্য ২৫ জনের মৃত্যু হয় জয়পুর গোল্ডেন হাসপাতালে।

অন্যদিকে ৭০০ এমটির বদলে কেন্দ্র সরকার দিল্লির দৈনিক চাহিদা মেটাতে ৪৯০ এমটি করে মেডিক্যাল অক্সিজেন বরাদ্দ করে। যদিও এদিন দিল্লি সরকার হাইকোর্টকে জানিয়েছে যে তারা ৪০০ এমটি অক্সিজেন পেয়েছে। গত ১৫ দিন ধরে অক্সিজেন নিয়ে দিল্লি হাইকোর্টে শুনানি চলছে। যেখানে একাধিকবার হাইকোর্ট কেন্দ্রকে এই নিয়ে ভর্ৎসর্না করেছে।

English summary
The lockdown period has been extended again in Delhi, tweeted Arvind Kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X