For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১৯ বছরে শীতলতম ডিসেম্বর দেখল দিল্লি, বলছে আইএমডি

শীত আগেও পড়েছে দিল্লিতে। কিন্তু শীতের এই তীব্রতা আগে কখনও অনুভূত হয়নি। আজ দিল্লিতর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

Google Oneindia Bengali News

শীত আগেও পড়েছে দিল্লিতে। কিন্তু শীতের এই তীব্রতা আগে কখনও অনুভূত হয়নি। আজ দিল্লিতর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর দাবি করেছে ১১৯ বছরে শীতলতম ডিসেম্বর দেখল রাজধানী। এর আগে কখনও শীত গোটা ডিসেম্বর মাস ধরে পড়েনি। ১৯০১ সালে শেষবার এইরকম শীত েদখেছিল রাজধানী দিল্লি। তার পর ২০১৯।

১১৯ বছরে শীতলতম ডিসেম্বর দেখল দিল্লি, বলছে আইএমডি

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের প্রাদেশিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেনষ আজ ছিল দিল্লির শীতলতম দিন। রাতের বেলা তাপমাত্রা নামে ঠিকই কিন্তু আজ সকাল থেকেই দিল্লির তাপমাত্রা অস্বাভিক রকমের নেমে গিয়েছে। গত সপ্তাহে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াস। দশকের সবচেয়ে কঠিন শীত কাটিয়েছে এবার দিল্লি।

সকাল থেকে কুয়াশার দাপট এতোটাই ছিল রাজধানী দিল্লিতে যে প্রায় ২১টি উড়ান ঘুরিয়ে দেওয়া হয়েছে। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দশ্যমানতা কম থাকায় রাস্তায় যান চলাচলও ছিল কম। এতোটাই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কাটিয়েছে দিল্লি। আবহাওয়া দফতরের পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। শীত কালে লাল সতর্কতা এর আগে দিল্লিতে কখনও জারি হয়নি। আগামী দুদিন উত্তর ভারতের একাধিক জায়গায় শীতের এই দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

English summary
Delhi is the coldest winter in 119 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X