দিল্লি–হাওড়া, দিল্লি–মুম্বই রুটে ট্রেনের গতি বাড়াতে রেল বিনিয়োগ করল ১৮ হাজার কোটি
দিল্লি–হাওড়া ও দিল্লি–মুম্বইয়ের মতো ব্যস্ত রুটে ট্রেনের গতিবেগ বাড়াবে ভারতীয় রেল। ঘণ্টায় ১৬০ কিমি বেগে যাবে এই দুই রুটের ট্রেন। এই পরিকাঠামো গড়ে তুলতে ভারতীয় রেল ১৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব। আন্তর্জাতিক রেল সম্মেলন ২০১৯ এবং ১৩তম আন্তর্জাতিক রেল সরঞ্জামের প্রর্দশনীতে এসে তিনি জানান যে, এই প্রকল্পটি একবার শুরু হয়ে গেলে তা শেষ হতে চার বছর সময় লাগবে।

রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু রুটে প্রতি ঘণ্টায় ৯৯ কিমি বেগে ট্রেন চলাচল করে। সম্প্রতি দিল্লি–বারাণসী রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গতি দিল্লি–কানপুর সেকশনের মধ্যে ঘণ্টায় ১০৪ কিমি। দিল্লি–হাওড়া ও দিল্লি–মুম্বই রুটের ট্রেনের গতি বেড়ে গেলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে আরও কম সময় লাগবে।
এগুলি ছাড়াও আর কোন কোন রুটের ট্রেনের গতি বাড়ানো যেতে পারে, তা নিয়েও চলছে ভারতীয় রেলের চিন্তা–ভাবনা। আন্তর্জাতিক রেল সম্মেলনে দেশের রেল বিভাগের উন্নয়নে ঘানার রেল কল্যাণ মন্ত্রক ও রাইটসের মধ্যে মউ সাক্ষর হয়।