For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকা অপচয় নিয়ে কেন্দ্রেকে তীব্র ভৎসনা দিল্লি হাইকোর্টের, অক্সিজেন ঘাটতি নিয়েও কড়া সমালোচনা

টিকা অপচয় নিয়ে কেন্দ্রেকে তীব্র ভৎসনা দিল্লি হাইকোর্টের, অক্সিজেন ঘাটতি নিয়েও কড়া সমালোচনা

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় পর্বে গোটা দেশজুড়েই জাঁকিয়ে বসেছে মারণ করোনা। যার জেরে দৈনিক আক্রান্তের সংখ্যাও রোজই তৈরি করছে নয়া রেকর্ড। রাজ্যে রাজ্যে দেখা দিচ্ছে অক্সিজেনের আকাল, দেখা দিচ্ছে বেডের ঘাটতি। এদিকে করোনাকে বাগে আনতে টিকাকরণের উপর নতুন করে জোর বাড়াচ্ছে কেন্দ্র। যদিও তাতেও কমছে না উদ্বেগ। এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৪ হাজারের বেশি। যা করোনা সংক্রমণ শুরুর পর থেকে এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড।

টিকা অপচয় নিয়ে কেন্দ্রেকে তীব্র ভৎসনা দিল্লি হাইকোর্টের, অক্সিজেন ঘাটতি নিয়েও কড়া সমালোচনা

এমতাবস্থায় এবার ভ্যাকসিন অপচয় নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করল দিল্লি হাইকোর্ট। নির্দিষ্ট পরিকল্পনার অভাবেই এই সঙ্কটময় পরিস্থিতিতে টিকা অপচয় হচ্ছে বলে মত প্রকাশ করে দিল্লির শীর্ষ আদালত। অন্যদিকে রাজ্যে রাজ্যে অক্সিজেনের ঘাটতি নিয়েও নয়া নির্দেশ দিতে দেখা যায় বিচারপতিদের। মানুষের জীবনের কথা ভেবে বাণিজ্যিক পরিসরে, শিল্প খাতে দ্রুত অক্সিজেনের ব্যবহার বন্ধেরও নির্দেশ দেওয়া হয়।

একইসাথে রেমিডিভিরের বণ্টন ও কালোবাজারি নিয়েও কেন্দ্রকে একগুচ্ছ প্রশ্ন করে বিচারপতি বিপিন সংঘী ও রেখা পালের ডিভিশন বেঞ্চ। অন্যদিকে টিকা অপচয় নিয়ে দিল্লি হাইকোর্ট বলে, “ 'টিকাকরণের ক্ষেত্রে কেন্দ্রের আর যথপোযুক্ত পরিকল্পনা নিয়ে মাঠে নামার প্রয়োজন ছিল। ভারত বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ তথ্যপ্রযুক্তিবিদদের জন্মভূমি। এই কাজে তাদের অচিরেই সাহায্য নেওয়া যেত। আমরা এই ক্ষেত্রে একটা অ্যাপ তৈরি করতে পারতাম না? এখন যা চিত্র তাতে রাজ্যগুলিকে দেওয়া ১০ কোটি ভ্যাকসিনের মধ্যে ৪৪ লক্ষ ভ্যাকসিনের ডোজ নষ্ট হয়েছে। এর দায় কার ?”

ক্রমেই ভয়ঙ্কর করোনা, দ্বিতীয় ওয়েভে প্রথম কোনও চিকিৎসকের মৃত্যু বাংলায় ক্রমেই ভয়ঙ্কর করোনা, দ্বিতীয় ওয়েভে প্রথম কোনও চিকিৎসকের মৃত্যু বাংলায়

English summary
Delhi High Court has sharply criticized the Center for wasting vaccines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X