For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্সিজেন বণ্টন নয়ে বঞ্চনা চলবে না, কেজরির অভিযোগের পর সাফ বার্তা দিল্লি হাইকোর্টের

অক্সিজেন বণ্টন নয়ে বঞ্চনা চলবে না, কেজরির অভিযোগের পর সাফ বার্তা দিল্লি হাইকোর্টের

  • |
Google Oneindia Bengali News

দেশজোড়া করোনা আতঙ্কের মধ্যেই রাজ্যে রাজ্যে দেখা দিচ্ছে অক্সিজেনের আকাল। এদিকে এর মধ্যেই সোমবার অক্সিজেনের অভাবে মধ্যপ্রদেশে ৬ করোনা রোগী মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। তীব্র সঙ্কট মহারাষ্ট্র, দিল্লি, বিহারের মতো একাধিক রাজ্যে। অন্যদিকে এদিনই আবার অক্সিজেন বন্টনে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

অক্সিজেন বণ্টন নয়ে বঞ্চনা চলবে না, কেজরির অভিযোগের পর সাফ বার্তা দিল্লি হাইকোর্টের

অন্যদিকে সম্প্রতি বিভিন্ন মহলে এই অভিযোগ উঠতে থাকায় দিল্লি হাইকার্টোও একটি পিটিশন জমা পড়ে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এদিন এই মামলার রায় দিতে গিয়ে মাপকাঠির বাইরে বেরিয়ে ভিন রাজ্যে অক্সিজেন সরবরাহে নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট। বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে অক্সিজেন ফার্ম আইনক্সকে। এদিকে কেজরির দাবি বর্তমানে দিল্লির যা করোনা পরিস্থিতি তাতে প্রাপ্ত অক্সিজেনের থেকে বেশি অক্সিজেন পাওয়ার কথা তাঁদের। কিন্তু কেন্দ্র বাড়তি অক্সিজেন তো দূর অস্ত প্রাপ্ত অক্সিজেনই দিচ্ছে না।

এদিকে কেজি সরকার এদিন হাইকোর্টে জানায় তারা বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের থেকে প্রত্যহ ৭০০ মেট্রিক টন অক্সিজেন চেয়েছিল। কিন্তু পরিবর্তে তাদের বর্তমানে ৩০০ মেট্রিক টন অক্সিজেন দেওয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে এদিন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতেও দিল্লি প্রশাসনকে বিশেষ নির্দেশ দেয হাইকোর্ট। এমনকী সঙ্কটকালীন অবস্থায় তাদের যাতে কোনোরকম খাদ্য সঙ্কট না হয় সেই বিষয়টিও যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখতে বলা হয়। অন্যদিকে করোনা রুখতে দিল্লিতে ইতিমধ্যেই ৭ দিনের লকডাউনও জারি করেছে কেজরি প্রশাসন।

বাংলায় আছড়ে পড়েছে করোনার ঢেউ! জরুরি তথ্যগুলি অবশ্যই জেনে রাখা প্রয়োজনবাংলায় আছড়ে পড়েছে করোনার ঢেউ! জরুরি তথ্যগুলি অবশ্যই জেনে রাখা প্রয়োজন

English summary
Delhi High Court has given a big verdict on the allegation of deprivation of oxygen supply
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X