For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হানিপ্রীতের আগাম জামিনের আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট

তিন সপ্তাহের জন্য আগাম জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন হানিপ্রীত, দিল্লিতে আইনজীবীর দফতরে গিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী প্রদীপ কুমার আচার্য

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

হানিপ্রীতের আগাম জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। তিন সপ্তাহের জন্য আগাম জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হানিপ্রীত। গত ২৫ অগাস্ট শেষবার গুরমিত রাম রহিমের সঙ্গে তাঁকে রোহতক জেলের বাইরে দেখা গিয়েছিল। তারপর থেকেই বেপাত্তা রাম রহিমের পালিত কন্যা। তাঁর বিরুদ্ধে পাঁচকুলা সহ গোটা হরিয়ানায় হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে।

হানিপ্রীতের আগাম জামিনের আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট

সোমবার হানিপ্রীতের আইনজীবী প্রদীপ কুমার আর্য জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গীতা মিত্তলের নেতৃত্বে বেঞ্চে এই মামলাটিকে তালিকাভুক্ত করা হয়েছে। মঙ্গলবারই এই মামলার শুনানি। হানিপ্রীতের আইনজীবী মামলাটির 'আর্জেন্ট হিয়ারিং'-এর জন্য আবেদন করলেন বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি সি হরি শঙ্কর বলেন, এই মামলা নিয়ে এত উত্তেজিত হওয়ার কারণ নেই। আইনজীবী প্রদীপ কুমার আর্যকে তাঁরা বলেন, এমনটা যে হবে তা তো আপনাদের কাছে প্রত্যাশিতই ছিল।

হানিপ্রীতের আগাম জামিনের আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট

আদালতে আইনজীবী প্রদীপ আর্য জানান, হানিপ্রীতের যে প্রাণসংশয় হতে পারে এমনটা খোদ হরিয়ানার ডিজিপি-ও বলেছেন। সোমবারই দিল্লির লাজপত নগরে তাঁর অফিসে হানিপ্রীত এসেছিলেন বলে জানিয়েছেন প্রদীপ আর্য। তবে তিনি কোথায় আছেন বা কী পরিস্থিতিতে রয়েছেন সেসম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন হানিপ্রীতের আইনজীবী।

এদিকে হানিপ্রীতের খোঁজে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত। এমনকী সূত্রের খবর পেয়ে নেপালে পর্যন্ত ছুটেছেন পুলিশ কর্তারা। ইতিমধ্য়েই লুক আউট নোটিসও জারি করা হয়েছে হানিপ্রীতের বিরুদ্ধে।

[আরও পড়ুন: রহস্যে মোড়া রাম রহিমের ডেরা, রাম রহিমের হাতে ধর্ষিতা হানিপ্রীতও][আরও পড়ুন: রহস্যে মোড়া রাম রহিমের ডেরা, রাম রহিমের হাতে ধর্ষিতা হানিপ্রীতও]

English summary
Honeypreet moves to Delhi High Court seeking anticipatory bail, her lawyer claims he has no clue about whereabouts of Honeypreet. Delhi HC dismisses the anticipatory bail plea.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X