For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুনন্দা পুষ্করের মৃত্যু মামলায় বিজেপি নেতার আবেদন খারিজ

সুনন্দা পুষ্করের মৃত্যুতে আদালতের অধীন সিট-এর তদন্ত চেয়ে সুব্রামনিয়ান স্বামীর আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আবেদনকে টেক্সট বুক একজাম্পেল অফ পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন বলেও বর্ণনা করা হয়েছে

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

সুনন্দা পুষ্করের মৃত্যুতে আদালতের অধীন সিট-এর তদন্ত চেয়ে সুব্রামনিয়ান স্বামীর আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। স্বামীর আবেদনকে টেক্সট বুক একজাম্পেল অফ পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন বলেও বর্ণনা করেছে আদালত।

সুনন্দা পুষ্করের মৃত্যু মামলায় বিজেপি নেতার আবেদন খারিজ

বিজেপি নেতা স্বামীর আবেদনকে পিআইএল বলে মানতেও রাজি হননি বিচারপতি এস মুরলিধর এবং বিচারপতি আইএস মেহতার বেঞ্চ।

কংগ্রেস এপি শশী থারুর এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে স্বামী তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ করেছে আদালত।

তিনি কোনও তথ্য গোপন করেননি, সুব্রামনিয়ান স্বামী এমন দাবি করলেও, পিটিশনে তাঁর অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে, স্বামী এফিডেভিট ফাইল করতে সময় চান। এখান থেকেই পরিষ্কার হয়ে যায়, যা তিনি প্রকাশ করতে চেয়েছিলেন তা করা হয়নি, বলেই মন্তব্য করেছে আদালত।

ডিভিশন বেঞ্চ আরও বলেছে, আদালতেরও এবিষয়ে সজাগ থাকা উচিৎ, যাতে রাজনৈতিক ব্যক্তিরা বিচার সংক্রান্ত বিষয় নিজেদের মতো করে ব্যবহার করতে না পারে। তবে এর মানে এই নয়, যে রাজনৈতিক নেতারা পিআইএল ফাইল করতে পারবেন না। আদালতকে এবিষয়ে বাড়তি সতর্কতা নিতে হবে, যখন অভিযোগটি কোনও রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে হবে। বলেছে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

শুনানিতে কেন্দ্র এবং দিল্লি পুলিশের হয়ে শুনানিতে অংশ নেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল সঞ্জয় জৈন। তিনি জানান, তাঁরা স্বামীর মতের সঙ্গে একমত নন। স্বামীর অভিযোগ ছিল, কংগ্রেস নেতা তদন্তে ক্রমাগত হস্তক্ষেপ করছেন।

২০১৪-র ১৭ জানুয়ারি, দিল্লির একটি ফাইভ স্টার হোটেলে সুনন্দা পুষ্করের রহস্য মৃত্যু হয়েছিল।

English summary
Political interest litigation on Sunanda Pushkar, Subramanian Swami told. During the hearing, additional solicitor general Sanjay jain, appearing for the Centre and the Delhi Police, said that they do not subscribe to the view expressed by Subramanian Swami that Shashi Tharoor continues to interfere in the investigation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X