For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'৮৪-এর শিখ-বিরোধী দাঙ্গা মামলায় বড় ধাক্কা কংগ্রেসের! দলীয় নেতাকে চরম সাজা শোনাল আদালত

৮৪ -এর শিখ দঙ্গা ঘিরে মামলায় কংগ্রেস নেতা সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করে দিল্লি হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় হাইকোর্ট।

  • |
Google Oneindia Bengali News

৮৪ -এর শিখ-বিরোধী দঙ্গা ঘিরে মামলায় কংগ্রেস নেতা সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করে দিল্লি হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় হাইকোর্ট। এর আগে, এই মামলায় তাঁকে বেকসুর খালাস করার নির্দেশকে খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। তারপরই এই সাজা শোনানা হয়।

৮৪-এর শিখ দাঙ্গা মামলায় বড় ধাক্কা কংগ্রেসের! দলীয় নেতাকে চরম সাজা শোনাল আদালত

৭৩ বছর বয়সী সজ্জন কুমারের বিরুদ্ধে অভিযোগ ছিল ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় রাজধানী দিল্লির রাজনগরের একই পরিবারের ৫ জনকে হত্যা করেছেন তিনি। সেই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। এরপরই তাঁকে সোমবার সাজা ঘোষণা করে আদালত। এর আগে, সজ্জন কুমারকে ৩১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় আদালত। এদিন, সাজা শোনানোর সময় আদালত জানায়, নিহতদের পরিবারের কাছে নিশ্চিত করতে হবে যাবতীয় চ্যালেঞ্জের মাঝেও সত্য প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি বলা হয়, সেই হিংসার ঘটনার আতঙ্ক এখনও ছেড়ে যায়নি নির্যাতিতদের।

উল্লেখ্য ১৯৮৪ সালে প্রাক্তন কংগ্রেস প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর, দিল্লির বিভিন্ন অংশে শিখ বিরোধী দাঙ্গায় হিংসা ছড়ায়। সেই সময়ে আনুমানিক ৩০০০ জন শিখকে দিল্লিতে হত্যা করা হয় বলে তথ্য উঠে আসে। উল্লেখ্য, শিখ নিরাপত্তাকর্মীর হাতে ইন্দিরা গান্ধীর হত্যার পর এই হিংসা ও আতঙ্কের পরিবেশ ছড়ায় সেই সময়। সেই দাঙ্গার সময়ই ঘটে যায় রাজনগর হত্যাকাণ্ড। যে ঘটনায় কংগ্রেস নেতা সজ্জন কুমার ছাড়াও বলবন খোকার ও ক্যাপ্টেন ভাগমালের নাম উঠে আসে অভিযুক্তের তালিকায়।

English summary
Delhi High Court convicted Congress leader Sajjan Kumar in anti-Sikh riots.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X